2024-11-15
agartala,tripura
রাজ্য

পুজোর আগে সরকারি কর্মচারীদের জন্য কল্পতরু হয়েছে সরকার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পুজোর আগে সরকারি কর্মচারীদের জন্য কল্পতুরু হয়েছে সরকার। পূজার এগ্রিসিয়া বাড়িয়ে শ্রেণীবিন্যাসে ১৮০০ থেকে ২০০০ টাকা করা হয়েছে। অ্যাডভান্স পাবে দুই হাজার থেকে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত। এই সুবিধা উপলব্ধ পেনশনারদের জন্যও। জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। ন্যায্য পাওনা আদায়ের জন্য বর্তমান সরকারের কাছে কোন আন্দোলন করতে হয় না। সরকার নিজে থেকেই কর্মচারীদের জন্য কল্পতরু সেজে বসে রয়েছে। যা অনেকটা না চাইতেই পাওয়া। পূজোর আগে সরকারি কর্মচারীদের ফেস্টিভ্যাল গ্রান্ড বা উৎসব অনুদান অন্যান্য বছরের মত এ বছরও দেওয়া হচ্ছে যা কর্মচারী শ্রেণী নির্বিশেষে ৩০০ টাকা করে বৃদ্ধি করা হয়েছে। তাছাড়া বিভিন্ন শ্রেণীর কর্মচারীদের জন্য ফেস্টিভেল এডভান্স দেওয়া হচ্ছে। শ্রেণী বিন্যাস অনুযায়ী গ্রুপ সি ফিক্সড পে কর্মচারীরা পর্যন্ত ১৮০০ টাকা করে ফেস্টিবাল গ্র্যান্ড পাবে। গ্রুপ ডি আঠারোশ, ডি আর ডব্লু প্রত্যেকেই পাবে ১৮০০ টাকা করে| কেজুয়াল ওয়ার্কার পাবে ২০০০ টাকা। পেনশনার্স, ফ্যামিলি পেনশনার্সরা পাবে ১৮০০ টাকা। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স হেলপার, হোম গার্ড এসপিও রা পাবে ২০০০ টাকা করে। এছাড়াও প্রত্যেক কর্মচারীরা ২০ হাজার টাকা করে পুজো এডভান্স নিতে পারবে। এর মধ্যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, হেলপারস, হোম গার্ডরা পাবে ৫০০০ টাকা করে,আশা ওয়ার্কার রা পাবে ২০০০ টাকা। সরকারের এই বৃদ্ধির ফলে মোট ১ লক্ষ ৯৭ হাজার ১৭৬ জন বিভিন্ন শ্রেণীর কর্মচারী উপকৃত হবে। এতে করে সরকারের ব্যয় হবে মোট ৩৬ কোটি টাকা। এদিন অর্থমন্ত্রী বিগত বামফ্রন্ট সরকারের তুলনা টেনে বলেন ২০১৭-১৮ অর্থবছরে কর্মচারীদের এক্রিশিয়া ছিল মাত্র ৭০০ টাকা। সেখানে বিজেপি সরকার এটাকে বাড়িয়ে ১৭০০ টাকা এনেছে। এ বছর আরো ৩০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় দিন অর্থনৈতিকভাবে রাজ্য স্বনির্ভর হচ্ছে বলেও দাবি করেছেন। বলেন ২২ ২৩ অর্থবর্ষে রাজ্যের রাজস্ব বেড়েছে ৩৪০২ কোটি টাকা। আগামী অর্থবসে সেটা বেড়ে আরো ৫০০ কোটি টাকা হবে। অর্থমন্ত্রী এদিন নিন্দুকদের সমালোচনা থেকে সাধারণ মানুষদের বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান রেখেছেন। বলেন এই সরকার মানুষের সরকার। আর্থিকভাবে স্বাবলম্বী সরকার। ঋণ করে সরকার চালানোর মানসিকতা এই সরকারের নেই। রাজ্যের উদ্বৃত্ত আয় থেকেই বাজেট বরাদ্দ করা হচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকার সর্বাত্মক প্রয়াস জারি রাখবে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service