2024-12-22
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

পিআরটিসি ইস্যুতে ফের আরো একবার রাস্তায় নামল কংগ্রেসের তিন গণসংগঠন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পিআরটিসি ইস্যুতে ফের আরো একবার রাস্তায় নামল কংগ্রেসের তিন গণসংগঠন। যুব কংগ্রেস, এনএসইউআই ও মহিলা কংগ্রেসের যৌথ উদ্যোগে অভিলম্বে সমস্ত দপ্তরে সরকারিভাবে নিয়োগের ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করার গৃহীত সিদ্ধান্তের নোটিফিকেশন জারি করা এবং ভুয়া পিআরটিসি তৈরিতে যুক্তকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে শ্রম দপ্তরের কমিশনারের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন। অবিলম্বে দাবি মানা না হলে আগামীদিন আরও বৃহত্তর আন্দোলনের বার্তা দিলেন যুব কংগ্রেসের প্রদেশ সহ-সভাপতি মোহাম্মদ সাহাজান ইসলাম ।

 

রাজ্য সরকার সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করেছে। কিন্তু নিয়োগে পিআরটিসি বাধ্যতামূলক করা হলেও এখন পর্যন্ত তা কার্যকর করা হয়নি। প্রশাসনিকভাবে বিভিন্ন দপ্তর গুলিতে এবিষয়ে নোটিফিকেশন জারি না হওয়ার ফলে পূর্বেকার মতোই চলছে নিয়োগ প্রক্রিয়া। আর এতে করে চাকুরী বাগিয়ে নিচ্ছেন বহির রাজ্যের যুবকেরা। ফলে স্বাভাবিকভাবেই বঞ্চনার শিকার হচ্ছেন রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুবতীরা। তাই সিদ্ধান্ত মোতাবেক নিয়োগের ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলকের বিষয়টি প্রতিটি দপ্তরে নোটিফিকেশন জারির দাবিতে এবার রাস্তায় নামল যুব কংগ্রেস, এনএস ইউআই ও মহিলা কংগ্রেস। পিআরটিসি বাধ্যতামূলকের নোটিফিকেশন জারি ও ভুয়া পিআরটিসি চক্রের সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার এই তিনটি সংগঠনের কর্মীরা শ্রমদপ্তরের কার্যালয়ের সামনে সংঘটিত করল বিক্ষোভ প্রদর্শন। এতে উপস্থিত ছিলেন মহিলা কংগ্রেসের প্রদেশ সভানেত্রী সর্বাণী ঘোষ চৌধুরী, যুব কংগ্রেসের প্রদেশ সহ-সভাপতি মোহাম্মদ সাহাজান ইসলাম সহ আরো অনেকে।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service