2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

পশ্চিম জেলা কর্মবিনিয়োগ অফিসের ব্যবস্থাপনায় চাকরি মেলা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুধু সরকারি নয়, বেসরকারি প্রতিষ্ঠানে রাজ্যের বেকার ছেলে-মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে বছরের বিভিন্ন সময়ে চাকরি মেলার আয়োজন করা হয় সরকারি ভাবে। রাজ্য ও বহিঃরাজ্যের বিভিন্ন নামী সংস্থায় কাজের সুযোগ পান চাকরি মেলার মাধ্যমে রাজ্যের বেকাররা।

ফের শুক্রবার চাকরি মেলা হয় আগরতলায়। ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিসের অধীন রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার, পশ্চিম জেলা কর্মবিনিয়োগ অফিসের ব্যবস্থাপনায় শুক্রবার ফের হয় জব ফেয়ার। এদিন আগরতলার অফিস লেন শ্রমভবনে চাকরি মেলা হয়। রাজ্যের ৪ টি সংস্থায় ৪৯ জন কর্মী নিয়োগের জন্য এদিন ইন্টারভিউ নেওয়া হয় চাকরি প্রত্যাশীদের কাছ থেকে।

সরকারের অগ্রাধিকার ক্ষেত্র গুলির মধ্যে একটি হল বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। সেই মতো কর্মসংস্থান পরিষেবা এবং জনশক্তি পরিকল্পনা দপ্তরের উদ্যোগে সারা বছর চাকরি মেলার করা হয়। চাকরি মেলা গুলিতে রাজ্য ও বহিঃরাজ্যের বিভিন্ন কোম্পানি অংশগ্রহণ করে। একথা জানান কর্মবিনিয়োগ পরিষেবা এবং জনশক্তি পরিকল্পনা দপ্তরের অধিকর্তা। এদিন বিভিন্ন জায়গা থেকে বেকার যুবক- যুবতীরা অংশ নেন চাকরি মেলায়। তাদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়।

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service