জনতার কলম আগরতলা প্রতিনিধি :-আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম জেলা প্রশাসন ইতিমধ্যেই পূজা উদ্যোক্তাদের সঙ্গে প্রস্তুতি সভা শুরু করেছে। বৃহস্পতিবার রাজধানীর মুক্তধারা হলে অনুষ্ঠিত এই বৈঠকে জেলার সব পূজা উদ্যোক্তা অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত ছিলেন জেলা শাসক ড. বিশাল কুমার, জেলা পুলিশ সুপার নমিত পাঠক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
জেলা শাসক জানান, প্রতি বছর শারদোৎসবের আগে এ ধরনের বৈঠক করে প্রশাসন পূজা উদ্যোক্তাদের সঙ্গে নিয়ম-কানুন ও নিরাপত্তা বিষয়ক আলোচনা করে। গত কয়েক বছর ধরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন হয়ে আসছে।
বৈঠকে মণ্ডপ সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা জানানো হয়। মণ্ডপের সর্বোচ্চ উচ্চতা ৪০ ফুট নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে স্বাভাবিক উচ্চতা ২০ ফুট। গেইটগুলির উচ্চতাও ২০ ফুটের মধ্যে সীমাবদ্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া রাস্তার উপর মণ্ডপ নির্মাণ না করার বিষয়টিও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। প্রশাসনের এই প্রস্তুতি অনুষ্ঠান উদযাপনকে নিরাপদ ও সুষ্ঠু করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
Leave feedback about this