জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পরিত্যক্ত কংগ্রেস ভবনে ব্রাউন সুগারের কন্টেনার সহ জনতার হাতে আটক ২ যুবক । শুক্রবার সকালে বিশালগড় নিচের বাজারে অবস্থিত পরিত্যক্ত কংগ্রেস ভবনে ব্রাউন সুগারের কন্টেনার সহ দুই যুবককে আটক করেছে স্থানীয় মানুষ। জানা যায় অফিসটিলা এলাকার বাপ্পি কর্মকার নামে এক যুবক বিশালগড় নিচের বাজারে পরিত্যক্ত কংগ্রেস ভবনে বসে ব্রাউন সুগারের কন্টেনার বিক্রি করে যাচ্ছে । স্থানীয় মানুষ ধৃত দুই যুবককে জিজ্ঞাসাবাদ চালিয়ে বাপ্পি কর্মকারের নাম জানতে পেরেছে । সাধারণ্যে তীব্র গুঞ্জন চলছে পুলিশের চোখে ধুলো দিয়ে কি করে ব্যস্ততম বাজারের মধ্যে দীর্ঘদিন ধরে মারন ড্রাগসের ব্যবসা চালিয়ে যাচ্ছে কতিপয় যুবক । স্থানীয়দের মধ্যে তীব্র গুঞ্জন চলছে পুলিশকে মেনেজ করেই নাকি এই ব্যবসা চালিয়ে যাচ্ছে অফিস টিলার বাপ্পি কর্মকার । এদিন স্থানীয় মানুষ নেশাখোর দুই যুবককে আটক করে রীতিমতো পুলিশকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল কিভাবে প্রকাশ্যে চলছে রমরমিয়ে নেশার ব্যবসা । এখন দেখার বিষয় বিশালগড় থানার পুলিশ আগামী দিনের নেশা বিরোধী অভিযানে কি ভূমিকা গ্রহণ করে ।
অপরাধ
রাজ্য
পরিত্যক্ত কংগ্রেস ভবন নেশার আঁতুড় ঘর
- by janatar kalam
- 2023-08-11
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

Leave feedback about this