2025-01-22
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে মিথ্যাচার করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী : নবারুণ 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মুখ্যমন্ত্রী ইউজিসি এর নির্দেশিকা অনুযায়ী কলেজগুলিতে শিক্ষক ও ছাত্রের অনুপাত নিয়ে পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে মিথ্যাচার করেছেন। এই অভিযোগ তুলেছে ডিওয়াইএফআই এর রাজ্য কমিটি। শুক্রবার আগরতলায় ছাত্র যুব ভবনে সংগঠনের রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, ইউজিসিএর নির্দেশিকা অনুযায়ী কলেজগুলিতে শিক্ষক ও ছাত্রের অনুপাত ২৫:১ রয়েছে ডিওয়াইএফআই চাইছে তা ২০:১ করার জন্যে।

আর রাজ্যের শিক্ষিত মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছেন এই অনুপাত নাকি ৬০ : ১। এমন জ্বলন্ত মিথ্যাচার মুখ্যমন্ত্রী বিধানসভায় কি ভাবে করেন? প্রশ্ন তুলেন নবারুণ। তিনি আরো বলেন, রাজ্যে অধ্যাপকের সঙ্গে ছাত্রের আনুপাতিক হার ১১০ : ১। রাজ্যের বিভিন্ন দপ্তরে ৫০ হাজারের উপর শুন্য পদ রয়েছে বলে এদিনের সাংবাদিক সম্মেলনে বাম যুবরা অভিযোগ করেন।

এদিকে নেশা ও এইচআইভি এর বিরুদ্ধে সরকারের প্রচারমূলক কর্মসূচি নিয়েও প্রশ্ন তুলেন নবারুণ। বলেন শুধু নাচ, গান, আবৃত্তি,নাটক, ফ্লেক্স, খেলাধুলা দিয়ে নেশা মুক্ত করা যাবে না। নেশা কারবারের কিং পিনদের আটক ও নেশার বিরুদ্ধে সামাজিক গণ আন্দোলন গড়ে তোলার দাবি জানান।

তাছাড়া সম্প্রতি যুব মোর্চার অনুষ্ঠানে রবীন্দ্র ভবনে বিবেকানন্দের জন্মদিন ঘিরে আয়োজিত অনুষ্ঠানে যে নোংরা, কদর ও হিংসাত্মক ভাষায় বামেদের আক্রমণ করা হয়েছে তারও নিন্দা জানান নবারুণ। সাংবাদিক সম্মেলনে সংগঠনের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্নরা উপস্থিত ছিলেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service