2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

পদ্মশ্রী পুরস্কার পেতে চলছেন মহারাজ চিত্তরঞ্জন দেববর্মা এবং স্মৃতিরেখা চাকমা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রজাতন্ত্র দিবসের প্রাক্‌মূহূর্তে ঘোষিত হলো তিন ধরনের পদ্ম পুরস্কার প্রাপকদের নাম৷ এর মধ্যে ত্রিপুরার ২ জনকে সেই তালিকায় রাখা হয়েছে৷ শান্তিকালী আশ্রমের মহারাজ চিত্তরঞ্জন দেববর্মা এবং স্মৃতিরেখা চাকমার নাম এদিন পদ্ম তালিকায় ঘোষণা করা হয়৷ খবরটি সরকারিভাবে ঘোষণা হতেই সংশ্লিষ্ট মহলে খুশির বন্যা বয়ে যায়৷ গত কয়েক বছর ধরেই রাজ্যে বিভিন্ন অঙ্গনে যারা জীবনভর অবদান রেখেছেন, তাঁদের বেশ কয়েকজনকেই পদ্ম পুরস্কারে ভূষিত করা হয়েছে৷

স্মৃতিরেখাদেবীকে শিল্পক্ষেত্রে অবদানের জন্য এ বছর মনোনীত করা হয়েছে৷ সারা দেশ থেকে এ বছর ১১০ জনকে পদ্মশ্রী-র জন্য মনোনীত করা হয়েছে৷ পদ্মভূষণ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ১৭ জন৷ পদ্মভূষণ পুরস্কার পাচ্ছেন মোট ৫ জন৷ রাজ্যের যে দু-জন এই সম্মানে ভূষিত হলেন, ইতিমধ্যেই তাঁদের দু-জনকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে তুলছেন শুভাকাঙ্খিরা৷ দেশের রাষ্ট্রপতি আগামী মার্চ বা এপ্রিল মাসে সকল পুরস্কার প্রাপকদের হাতে সম্মান তুলে দেবেন বলে এদিন সরকারি প্রেস রিলিজে জানানো হয়েছে৷

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service