2024-12-22
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

পঞ্চায়েত নির্বাচনের সরব প্রচারের সমাপ্তিতে ঝড় তুললো মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচনের সরব প্রচারের সমাপ্তি আজ। প্রচারের শেষ দিনে ৮ এবং ৯ নং বিজেপি মনোনীত প্রার্থীদের নিয়ে রানিরবাজার ক্যাটাল মার্কেট থেকে এক বাইক মিছিলের আয়োজন করা হয়েছে। এদিনের বাইক মিছিলটি রানিরবাজারের বিভিন্ন এলাকা পরিদর্শন করে। র‍্যালিতে অংশগ্রহণ করেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিজেপি প্রার্থী শিবায়ন দাশ, মঞ্জু দাস সহ অন্যান্যরা।

এদিন মন্ত্রী বলেন, রাজ্যের প্রায় ৫০০০টি আসনে ভারতীয় জনতা পার্টি সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। তাছাড়া ৮ আগস্ট ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ১২ আগস্ট ফলাফল ঘোষণা হবে। ফলাফল ঘোষণায় ভারতীয় জনতা পার্টির জয়জয়কার হবে বলেও অভিমত ব্যক্ত করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service