জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুক্রবার আগরতলা পৌরনিগমের মেয়রের কক্ষে নিগমের মেয়র দীপক মজুমদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। এদিন তিনি স্পষ্ট ভাষায় জানান মেয়র যে নেতাজি স্কুল মাঠে কোন ধরনের পার্কিং প্লেস করা হবে না এবং রাজ্য সরকারে এ ধরনের জোর করে কোন চাপিয়ে দেওয়ার চিন্তা ভাবনাও ছিল না। আগরতলা শহরে দিন দিন যানবাহন বাড়ছে। ফলে সব থেকে বড় যে সমস্যা এখন তা হচ্ছে পার্কিংয়ের। কিছুদিন পূর্বে একটি বৈঠকে শহরের কয়েকটি জায়গা নিয়ে আলোচনা হয় পার্কিং ব্যবস্থা করার জন্য। সেরকমই নেতাজি স্কুল মাঠ নিয়েও আলোচনা হয়। স্কুল কর্তৃপক্ষকে জানানো হলে তারা সম্মত হয় না। ফলে এই চিন্তাভাবনা থেকে দূরে চলে আসে নিগম। শুধুমাত্র নেতাজি স্কুল নয় অন্যান্য বিকল্প অনেকটি জায়গা নিয়েও সেদিনের বৈঠকে আলোচনা হয়েছিল। যা ছিল প্রাথমিক আলোচনা মাত্র। কিন্তু কিছু কিছু স্বার্থান্বেষী মহল নেতাজি স্কুলের মাঠ নাকি পার্কিং ব্যবস্থা করে নষ্ট করে দেওয়া হবে বলে চেঁচাতে শুরু করে। যা করা হবার প্রাথমিক আলোচনা হয়েছিল তা ছিল আন্ডারগ্রাউন্ডে পার্কিং ব্যবস্থা উপরের মাঠ যেরকম আছে সেরকমই তবে অ্যাস্ট্রোটার্ফ মাঠ বানিয়ে যার উন্নতি করার প্ল্যান ছিল নিগম তথা রাজ্য সরকারের। যেহেতু স্কুল কর্তৃপক্ষ রাজী হয়নি সেজন্য পিছিয়ে আসা হয়। এরকমই আগরতলা শহরের আরো অনেকগুলি জায়গাকে পার্কিং প্লেস বানানোর চিন্তাভাবনা আছে নিগমের। তবে এটাও জানান তিনি নেতাজি স্কুলের উন্নতি চায় রাজ্য সরকার। কিছুদিন পূর্বেই স্কুলের বাউন্ডারি ওয়াল এবং জল নিকাশি ব্যবস্থার জন্য ছয় কোটি টাকা রাজ্য সরকার বরাদ্দ করেছে। ফলে স্বার্থান্বেষী মহল কে এ ব্যাপার নিয়ে রাজনীতি না করতে অনুরোধ রাখেন তিনি।
Leave feedback about this