2025-02-12
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

নৃশংস হত্যাকাণ্ড রিয়াং শরণার্থী ক্যাম্পে! অভিযুক্ত সন্দেহে আটক তিন 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- করবুক ব্লকে অধীনে নিউ গোমতী ভিলেজের গৌয়িনং পাড়া রিয়াং শরণার্থী ক্যাম্পে ২৯ বছরের যুবক মনকিমা রিয়াংয়ের মৃতদেহ উদ্ধার হয় বুধবার। ঘটনার তদন্ত করছে নতুন বাজার থানার পুলিশ। ঘটনাটি খুন বলে সন্দেহে ৩ জনকে পুলিশ আটক করে নতুন বাজার থানায় নিয়ে যাওয়া হয়েছে। শরনার্থী ক্যাম্প থেকে উদ্ধার হয় রক্তাক্ত যুবকের দেহ। মৃত যুবকের নাম মনকিমা রিয়াং।

ঘটনা করবুক ব্লকের নিউ গোমতী ভিলেজের রিয়াং শরনার্থী শিবিরে। পেশায় শ্রমিক মনকিমা রিয়াং গতকালও পেশাগত কর্ম সেরে বাড়ি ফিরে এসে ছিলেন। বুধবার সকালে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে এলাকায় দেখা দিয়েছে তীব্র চাঞ্চল্য। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নতুন বাজার থানার পুলিশ। দেহ উদ্ধার করে পাঠায় ময়না তদন্তে।

এই খুন কান্ডে কারা যুক্ত, ঠিক কি কারনে এই খুন কাণ্ডঘটেছে তাঁর রহস্য ভেদে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্ত পর্বে নেমে সন্দেহভাজন তিন জনকে জালে তুলে নেওয়া হয়েছে । ধৃতদের চলছে জোর জিজ্ঞাসাবাদ। ঘটনা নিয়ে মৃতের স্ত্রী জানান ,বুধবার সকালে দুজন লোক এসে বলে রাস্তার উপরে একটি মৃতদেহ পড়ে রয়েছে। তবে তারা চিনতে পারেনি কার দেহ। তখন মৃতের স্ত্রী মৃতদেহের কাছে গিয়ে চিনতে পারেন এটা তার স্বামী। তখন তিনি কান্নায় ভেঙে পড়েন।

তিনি আরো জানান,মঙ্গল বার প্রতিদিনের মতো কাজ সেরে তার স্বামী বাড়িতে চলে আসে। বাড়িতে ছেলে মেয়েদের সঙ্গে কথাবার্তাও বলেন। এরপর তার স্বামী বাড়ি থেকে বেরিয়ে যায়। , স্বামীর সঙ্গে কারো শত্রুতা রয়েছে কিনা তা তিনি জানেন না। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service