জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্র ছাত্রীদের যে খাওয়ারের প্যাকেট বিতরণ করা হয়েছিল এই সব প্যাকেটের খাবারের উৎছিষ্ট অংশ ছড়িয়ে রয়েছে যত্র তত্র। যা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ , এগুলো তে বসছে মাছি , যার ফলে রোগ জীবাণু ছড়ানোর আসংখা তীব্র। এই পরিস্থিতিতে ছাত্র ছাত্রী এবং তাদের অভিভাবকদের একাংশ উদ্বিগ্ন। এই দৃশ্য কোনো গ্রাম বা প্রত্যন্ত এলাকার নয় , খুদ রাজধানী আগরতলার অভয় নগর এলাকার নজরুল স্মৃতি বিদ্যালয়ের বলে অভিযোগ । স্কুলের নুংরা পরিস্থিতির খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের সঙ্গে অসুভন আচরণ করে নিজের দোষ ঢাকার চেষ্টা করেন সহকারী প্রধান শিক্ষকা রূপসী চাকমা এবং তাকে সহযোগিতায় ছিলেন আরো এক শিক্ষিকা সম্পা দাস। এই শিক্ষিকাদের এমন আচরণে হতবাক এলাকার সচেতন নাগরিকরাও । দাবি উঠছে তাদের বিরুদ্ধে যেনো শিক্ষা দপ্তর পদক্ষেপ গ্রহণ করে।
অপরাধ
রাজ্য
শিক্ষা
নুংরা পরিস্থিতির খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের সঙ্গে অসুভন আচরণ সহকারী প্রধান শিক্ষকা রূপসী চাকমার
- by janatar kalam
- 2024-01-31
- 0 Comments
- Less than a minute
- 11 months ago
Leave feedback about this