জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্র ছাত্রীদের যে খাওয়ারের প্যাকেট বিতরণ করা হয়েছিল এই সব প্যাকেটের খাবারের উৎছিষ্ট অংশ ছড়িয়ে রয়েছে যত্র তত্র। যা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ , এগুলো তে বসছে মাছি , যার ফলে রোগ জীবাণু ছড়ানোর আসংখা তীব্র। এই পরিস্থিতিতে ছাত্র ছাত্রী এবং তাদের অভিভাবকদের একাংশ উদ্বিগ্ন।
নুংরা পরিস্থিতির খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের সঙ্গে অসুভন আচরণ সহকারী প্রধান শিক্ষকা রূপসী চাকমার
