2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

নীতি আয়োগের দুই দিনের বৈঠক শেষ হল আগরতলায়

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা বর্তমানে এগ্রিকালচার , হেলথ এবং এডুকেশনে অনেক এগিয়ে রয়েছে । বিশেষ করে সামাজিক ক্ষেত্রগুলিতে ত্রিপুরা রাজ্য দ্রুত এগোচ্ছে । রাজ্যের আর্থসামাজিক উন্নয়ন তথা জিডিপির হার দ্রুত বাড়ছে । বললেন নীতি আয়োগের ডক্টর ভি কে সরসত । ত্রিপুরা বর্তমানে কৃষি, স্বাস্থ্য এবং শিক্ষায় অনেক দূর এগিয়ে গেছে । বিশেষ করে সামাজিক ক্ষেত্রগুলিতে দ্রুত এগিয়ে চলছে রাজ্য । রাজ্যে জিডিপির হার দ্রুত বেড়ে চলেছে । অন্যান্য সেক্টর গুলিতে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দ্রুতগতিতে কাজ চলছে । যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নয়ন হয়েছে এই রাজ্যে ।গত পাঁচ বছরে হাইওয়ে ,এয়ারওয়ে ও রেলওয়েতে রাজ্যের উন্নয়ন দ্রুততরান্বিত হয়েছে । নীতি আয়োগ চাইছে রাজ্যের সামগ্রিক বিকাশ । আর সেই বিকাশের লক্ষ্যেই কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে । বুধবার নীতি আয়োগ এর এক প্রতিনিধি দল রাজ্য সফরে এসে কথাগুলি বললেন ।পাশাপাশি রাজ্য দ্রুত এগিয়ে চলেছে বেম্বো সেক্টর , ফুড প্রসেসিং ও স্টিল ইন্ডাস্ট্রি ও আগর কারখানায় । অর্থনৈতিক দ্রুত উন্নয়ন ত্রিপুরার অদূর ভবিষ্যৎকে আরো উজ্জ্বল করতে সাহায্য করবে । নীতি আয়োগের দ্বিতীয় দিনের মিটিংয়ে ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সিভিল সোসাইটি এবং একাডেমি অফ ত্রিপুরা প্রতিনিধিদের নিয়ে আলোচনা হয়েছে ।দুদিনের রাজ্য সফরে এসেছিলেন নীতি আয়োগের এক প্রতিনিধি দল । প্রথম দিন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবদের সাথে বৈঠক শেষে দ্বিতীয় দিন রাজ্য অতিথিশালায় ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন , সিভিল সোসাইটি ও একাডেমি অফ ত্রিপুরার সাথে মিটিং করলেন নীতি আয়োগের সাত জনের এক প্রতিনিধি দল ।

 

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service