2024-11-13
agartala,tripura
রাজনৈতিক রাজ্য শিক্ষা

নীট পরীক্ষার ফলাফলের দুর্নীতিতে যারা যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হলো AIDSO

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নীট পরীক্ষার ফলাফলে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। এনিয়ে সরব বিভিন্ন ছাত্র সংগঠন সহ শিক্ষানুরাগী মহল। এই দুর্নীতিতে যারা যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এবার জানাল এ আই ডি এস ও। শনিবার সংগঠনের তরফে বিক্ষোভ দেখানো হয় অফিস লেন শিক্ষাভবনের সামনে।উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক রাম প্রসাদ আচার্য সহ অন্যরা।

এদিনের বিক্ষোভ কর্মসূচী থেকে তারা দাবি জানান, এনটিএ বাতিল করে নীট পরীক্ষার দায়িত্ব সরকারকে নেওয়া, নীট পরীক্ষার কেলেঙ্কারির বিচার বিভাগীয় তদন্ত, যেসব পড়ুয়ারা ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রতি সুবিচার করার দাবি তাদের। এসব দাবিতে রাষ্ট্রপতির কাছেও সংগঠনের তরফে পিটিশন দাখিল করা হবে ১৯ জুন।

পাশাপাশি রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সব ছাত্রছাত্রী যাতে কলেজে ভর্তির সুযোগ পায় এই দাবিও জানায় এআইডিএসও।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service