জনতার কলম আগরতলা প্রতিনিধি :-আগরতলার ওল্ড মোটর স্ট্যান্ড এলাকায় অবস্থিত এম/এস বিশ্বাস অ্যান্ড সন্স–এর মালিকানাধীন পেট্রোল পাম্পটি তাৎক্ষণিকভাবে সিল করে দেওয়ার নির্দেশ দিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর ড. বিশাল কুমার। দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০০৫–এর ধারা ৩৪ অনুযায়ী এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, বিগত কয়েক সপ্তাহ ধরে ধারাবাহিক শুনানি ও পরিদর্শনে পেট্রোল পাম্পটিতে গুরুতর অগ্নি-নিরাপত্তা লঙ্ঘন, আইনি অনুমোদন সংক্রান্ত অসংগতি এবং নথি-যাচাইয়ে একাধিক প্রশ্ন উঠে আসে।
অগ্নি-নিরাপত্তায় ভয়াবহ ঘাটতি
৯ অক্টোবর ২০২৫ তারিখে ডিভিশনাল ফায়ার অফিসার, ওয়েস্ট ডিভিশন, একটি রিপোর্ট দিয়ে জানান যে, পেট্রোল পাম্পটিতে এমন সব নিরাপত্তা ঘাটতি রয়েছে যা মানুষের জীবন ও সম্পদের ওপর মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। এর পরই জেলা প্রশাসন থেকে শো-কজ নোটিশ জারি করা হয়।
১৪ ও ২২ অক্টোবরের শুনানিতে আইওসিএল এবং বিশ্বাস অ্যান্ড সন্স–এর প্রতিনিধিরা হাজির হলেও তদন্তে উঠে আসে—
এনবিসি–২০১৬, পেসো, সিপিসিবি এবং আইওসিএল–এর নির্দেশিকা অনুযায়ী CO₂ ও DCP ফায়ার এক্সটিংগুইশারের সঠিক সংখ্যা এবং মান বজায় রাখার ক্ষেত্রে বড় ধরনের অনিয়ম,
বাধ্যতামূলক অগ্নি–নিরাপত্তা ব্যবস্থার মোটেও সঠিকভাবে অনুসরণ হয়নি।
ভবন পরিকল্পনা ও জমির নথি নিয়েও অসংগতি
আগরতলা পৌর কর্পোরেশনের রিপোর্ট অনুযায়ী—
পেট্রোল পাম্পটির অনুমোদিত বিল্ডিং প্ল্যান নেই,
নিয়মিতকরণ বা পরিবর্তনের জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি,
আইওসিএল কর্তৃক জমা দেওয়া রেজিস্টার্ড ডিডেও সব জমির মালিকের অনুমোদন নেই, ফলে জমির বৈধতার ওপরও প্রশ্ন তৈরি হয়।
প্রশাসনের কঠোর পদক্ষেপ
সমস্ত অভিযোগ ও তদন্ত-রিপোর্ট বিবেচনা করে জেলা ম্যাজিস্ট্রেট ড. বিশাল কুমার সদর মহকুমার এসডিএম–কে নির্দেশ দেন, ডিভিশনাল ফায়ার অফিসার এবং এসডিপিও, সদর–এর উপস্থিতিতে পেট্রোল পাম্পটি অবিলম্বে সিল করে দেওয়া হোক।
এই সিদ্ধান্তকে প্রশাসন জননিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার উদাহরণ হিসেবে দেখছে। অগ্নি–নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা আইনের বিধান কঠোরভাবে প্রয়োগ করার ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।





Leave feedback about this