2025-01-10
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

নিজের স্বার্থ সিদ্ধির জন্যই রাজনীতিতে এসেছেন, দল বদলু কংগ্রেস নেতাদের প্রতি নিশানা মুখ্যমন্ত্রীর 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নাম না করে দল বদলু কংগ্রেস নেতাদের প্রতি নিশানা। নাট্যকারদের কথা না শোনার জন্য এদিন জনগণের প্রতি আহ্বান করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি বলেন মরীচিকার পেছনে ঘুরে লাভ হবে না। এরা মরীচিকা। একবার যায় আর একবার আসে। অনেকটা আটশোলার জীবন চক্রের মত। একবার কংগ্রেস, একবার তৃনমূল, একবার বিজেপি, ইত্যাদি করতে করতে আবার কংগ্রেস। এটাই এদের কাজ। মানুষ কেন এদের পেছনে ঘুরবেন। ওরা নিজের স্বার্থ সিদ্ধির জন্যই রাজনীতিতে এসেছেন। মানুষের জন্য চিন্তা করে না। মানুষ ত দূর অস্ত। নিজেদের চিন্তাই এরা করতে পারেন না। এরা নিজেরাই ঠিক করতে পারেন না কি করবেন। আজকে বলছে কালকে ওরা চলে আসবে। এখন আবার নিজেরা বলছে অন্যরা চলে আসুক। মানুষ এখন ওদের কথায় বিশ্বাস করবে না। এ ভাবেই মঙ্গলবার আগরতলার শহীদ ভগত সিং যুব আবাসে প্রদেশ বিজেপি’র রাজ্যস্তরীয় আই টি এবং সোশ্যাল মিডিয়া কর্মশালায় নিজের বক্তব্যে কংগ্রেসের প্রতি আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।এদিন তিনি রাজ্যে পরিবহন, স্বাস্থ্য , শিক্ষা ইত্যাদি বিষয়ে উন্নয়নের তথ্য প্রদান করে জানান রাজ্য সরকার বাজেটে মুখ্যমন্ত্রীর নামে ১৩ টি নতুন প্রকল্পের ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রীর কথায় এদিন উঠে এসেছে জনআরোগ্য যোজনার প্রসঙ্গ। এই প্রকল্পে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত কার্ড রাজ্যে ১৩ লক্ষ বিতরণ করা হয়েছে। প্রায় ২ লক্ষ্যের উপর আর্থিক সেটেলমেন্ট করা হয়েছে। বাকি ৪.৭৫ লক্ষ জনগণের জন্য মুখ্যমন্ত্রী জনআরোগ্য যোজনার আওতায় আসবে। এদিন তিনি বলেন বাজেটে স্কিল ডেভেলপমেন্ট খাতে প্রায় ৫০ কোটি টাকা সংস্থান রেখেছেন বলে জানান।প্রি মেট্রিক, পোস্ট মেট্রিক স্কলারশিপ প্রদানের পাশাপাশি বেশ কয়েকটি একলব্য বিদ্যালয় এবং এবারের বাজেটে জনজাতি কল্যাণে ৬০০ কোটি টাকার সংস্থানের পাশাপাশি আরও ৪৯ টি লাইন ডিপার্টমেন্ট এর মাধ্যমে রাজ্যের টি টি এ ডি সি এলাকায় সব মিলিয়ে প্রায় ৫ হাজার কোটি টাকা উন্নয়নের কাজে রাজ্য সরকার খরচ করছেন বলে বিধানসভায় প্রত্যুত্তর দিতে গিয়ে জানান তিনি। এপ্রসঙ্গে এদিন তিনি বলেন শুধু হাতে টাকা দিলেই টাকা দেওয়া হবে আর এ ভাবে যে উন্নয়নে কাজ করা হচ্ছে তা কি তাদের জানা নেই। এদিন তিনি জোর গলায় বলেন এই সরকার ট্রান্সপারেন্ট সরকার। কেন্দ্রীয় সরকারের বিগত ৯ বছরের সময়ে কোথাও কোন দুর্নীতি নেই। রাজ্য সরকারও সেই ভাবে কাজ করছে। কোথাও দুর্নীতি হয়েছে কেউ বলতে পারবে না। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এদিন বিরোধী দলের জোটকেও নিশানা করেন। তিনি বলেন কি ভাবে দেশকে পঙ্গু করা যায়, রাস্ত্রবাদি চিন্তা তো দূর আখেরে এরা নিজের কি ভাবে গোছানো যায় সেই চিন্তা নিয়েই ব্যাস্ত। তাদের আঁতাতের কথা জনগণের কাছে তুলে ধরার জন্য এদিন তিনি কর্মশালায় উপস্থিত দলীয় কর্মীদের প্রতি আহ্বান রাখেন। এই কর্মশালায় এদিন বক্তব্য রাখেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এছাড়া এই কর্মশালায় এদিন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সহ প্রদেশ নেতৃত্বও উপস্থিত ছিলেন।

 

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service