জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দেরিতে হলেও সোনামুড়া মহকুমার নিদয়ায় উপনির্বাচনের প্রচারের শেষবেলায় ঝড় তুলেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এদিন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, মন্ত্রী রতনলাল নাথ, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের সামনেই সমস্ত দলীয় কার্যকর্তা ও কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন। ভুল-ভ্রান্তি আমাদের মধ্যে থাকতেই পারে, তবে সবকিছু ভুলে গিয়ে মোদিজীকে শক্তিশালী করতে হবে। ধনপুরকে শক্তিশালী করতে হলেই মোদিকে শক্তিশালী করতে হবে। সুতরাং ধনপুরের বিন্দু দেবনাথকে জয়ী করতেই হবে।
Leave feedback about this