2025-03-06
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

নারীসমাজের সঠিক মূল্যায়ন এবং তাদের অধিকার প্রতিষ্ঠা না হলে সমাজের উন্নতি অসম্ভব: মেয়র 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বৃহস্পতিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আগরতলা পুর নিগমের মেয়র দিপক মজুমদারের পৌরহিত্যে পৌর নিগমের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এদিনের সভায় উপস্থিত নারীদের শুভেচ্ছা জানান মেয়র।   

আগামী ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস , এটি বিশ্বব্যাপী নারীদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবদানকে সম্মান জানাতে এবং নারীদের অধিকার ও সমতায় উন্নতির জন্য সংগ্রামের গুরুত্ব তুলে ধরতে উদযাপিত হয়। নারীদের প্রতি সম্মান ও সমান অধিকারের প্রতি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দেশ ও সম্প্রদায়ে এই দিনটি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়।

তারই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয় পৌর নিগমের কনফারেন্স হলে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।

এদিন মেয়র বক্তব্য রাখতে গিয়ে নারী ক্ষমতায়ন এবং সমাজে নারীর অবদানকে তুলে ধরেন। তিনি বলেন, নারীসমাজের সঠিক মূল্যায়ন এবং তাদের অধিকার প্রতিষ্ঠা না হলে সমাজের উন্নতি অসম্ভব। এছাড়া নারীদের প্রতি সহিংসতা রোধে এবং তাদের সম্মান বৃদ্ধির জন্য সরকারের আরো কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service