2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

নতুন বছরে আরো ২৯ হাজার ৪১০ জনকে সামাজিক ভাতা প্রদান ত্রিপুরা সরকারের 

 

 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-  সামাজিক ভাতা প্রাপকদের কাছে কল্পতরু হলো রাজ্য সরকার । নতুন বছরে আরো ২৯ হাজার ৪১০ জনকে সামাজিক ভাতা প্রদান করা হবে । শনিবার এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান রাজ্যের সমাজ কল্যাণ মন্ত্রী টিংকু রায়।কাল বাদে পরশু শুরু হচ্ছে নতুন বছর নতুন বছরের গড়াতেই দেশের লোকসভা নির্বাচন আর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বিজেপি আইপিএফটি জোট সরকার বিভিন্ন মনমোহিনী সিদ্ধান্ত ঘোষণা করার উদ্যোগ নিয়েছে এরই প্রথম পর্যায়ে রাজ্যে আরো প্রায়ই সাড়ে ২৯ হাজার জনকে বিভিন্ন সামাজিক ভাতা প্রদানের সিদ্ধান্ত ঘোষণা করেছে রাজ্য সরকার। শনিবার বছরের শেষ সরকারি কার্যক্রমের দিনে মহাকরণে এক সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা জানান রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়। তিনি জানান রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুসারে নতুন করে আরো ১৪ হাজার ১৫৭ জনকে বৃদ্ধ ভাতা দেওয়া হবে বিধবা ভাতা দেওয়া হবে ১৬ ৫৩ জনকে স্বামী পরিতক্তা ভাতা দেওয়া হবে ৫৩৮৮ জনকে ৪৫ বছরের উপর অথচ বিবাহিত নন এমন ৪২০ জনকে ভাতা দেওয়া হবে সব মিলিয়ে মোট ২৯ হাজার ৪১০ জনকে ভাতা দেওয়া হবে বলে জানান মন্ত্রী। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী টিংকু রায় জানান এর ফলে রাজ্যে বিভিন্ন ধরনের সামাজিক ভাতা প্রাপ্তি সংখ্যা বেড়ে হবে চার লক্ষ দশ হাজার ৭৮ জন। তিনি আরো জানান কেন্দ্র সরকার ২ হাজার টাকা করে সামাজিক ভাতা প্রদান করে না। কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প মিলিয়ে দুই হাজার টাকা করে ভাতা প্রদান করা হয় এই ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পের টাকা কোন কোন সময়ে বিভিন্ন কারণে পেতে দেরি হয় তাই সামাজিক ভাতা প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা বিলম্ব ঘটে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service