জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :বুধবার ধনপুর বিধানসভার কালীকৃষ্ণ নগরে পদযাত্রায় পায়ে পা মেলালেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সকলের কাছে করজোড়ে আহ্বান রাখলেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিন্দু দেবনাথকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য। ধনপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন আগামী পাঁচ সেপ্টেম্বর। একই সাথে উপনির্বাচনে হবে বক্সনগর বিধানসভা কেন্দ্রেও। ২৩ ধনপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন চার জন প্রার্থী।এরা হলেন বিজেপির বিন্দু দেবনাথ, সিপিআইএমের কৌশিক চন্দ এবং অপর দুজন নির্দল প্রার্থী যথাক্রমে অনিল রিয়াং এবং বাপ্পি দেবনাথ। এই চারজনের ভাগ্য নির্ধারণ করবেন মোট ৫০ হাজার ৩৪৬ জন ভোটার। যদিও শাসক দল ভারতীয় জনতা পার্টির দাবি দুটো আসনে বিপুল ভোটে জয়ী হবেন তাদের দুই প্রার্থী। বুধবার পথযাত্রার মাঝেই বাড়ি বাড়ি প্রচারে গিয়ে প্রার্থী বিন্দু দেবনাথের জন্য ভোট চাইতে দেখা যায় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাকে। খোশমেজাজে তিনি করজোড়ে সকলের কাছে বিজেপি’র জন্য ভোট প্রার্থনা করেন।
রাজনৈতিক
রাজ্য
ধনপুরে বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করতে চলেছে বিজেপি : মুখ্যমন্ত্রী
- by janatar kalam
- 2023-08-23
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

Leave feedback about this