2024-12-22
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজ্যব্যাপী সিপিআইএমের গণ আন্দোলন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছে সিপিআইএম। সিপিআইএম কেন্দ্রীয় কমিটির নির্দেশে গোটা রাজ্যব্যাপী আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছে ত্রিপুরা রাজ্য সিপিআইএম কমিটি। সিপিআইএম দলের অভিযোগ,কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয়বিভিন্ন দপ্তরের শূন্য পদগুলি পূরণ করছে না। কেন্দ্রীয় বিভিন্ন দপ্তরে প্রায় ১০ লক্ষের উপরে শুন্যপথ খালি রয়েছে। রাজ্য এবং কেন্দ্র কোন স্থানেই বেকারদের কর্মসংস্থানের পরিকল্পনা নেই। এই পরিস্থিতিতে রাজ্য ব্যাপি তীব্র কোন আন্দোলন করে না তুললে শূন্য পদ গুলি পূরণ করতে উদ্যোগ গ্রহণ করবে না বিজেপি সরকার। বৃহস্পতিবার রাজধানীর এলাকায় সি পি আই এম দল মিছিল করে এক জমায়েতে মিলিত হয়েছে। এই জমায়েত থেকেই তীব্র গণ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।

 

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service