2025-01-12
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

দৈনিক হাজিরা কর্মীদের নিয়মিতকরণের জোরালো দাবী এস, ভেঙ্কটেশ্বর রেড্ডির 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১০ই ফেব্রুয়ারি ২০২৪ ইং শনিবার ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ও ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়নের দুই দিন ফব্যাপী ৩য় দ্বিবার্ষিক যৌথ রাজ্য সম্মেলন সুপারী বাগানস্থিত দশরথ দেব স্মৃতি ভবনে শুরু হয়েছে। সকাল ১০টায় উভয় সমিতির পতাকা উত্তোলন, শহীদ বেদীতে মাল্যদান ও শোক প্রস্তাব পাঠের পর সভাপতি মণ্ডলী গঠনের মাধ্যমে শুরু হয় প্রকাশ্য অধিবেশন। প্রদীপ জ্বালিয়ে সম্মেলনের উদ্বোধন করেন সারা ভারত আঞ্চলিক গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতির মহাসচিব এস, ভেঙ্কটেশ্বর রেড্ডি।

প্রধান অতিথির আসন অলংকৃত করেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মাননীয় চেয়ারম্যান শ্রী সত্যেন্দ্র সিং মহোদয়। মঞ্চে উপস্থিত ছিলেন অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান বিপ্রজিত পুরকায়স্থ, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের জেনারেল ম্যানেজার সন্তোষ কুমার রাউত,ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়নের সভাপতি সিদ্ধার্থ শংকর দেবরায়,ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতির সভাপতি কৃষানু দাস ও ওডিসি চক্রবর্তী, বিজন ধর,রবীন্দ্র প্রসাদ সরকার। প্রকাশ্য অধিবেশনে বক্তব্য রাখেন সারা ভারত আঞ্চলিক গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতির মহাসচিব তথা সন্মেলনের উদ্বোধক এস, ভেঙ্কটেশ্বর রেড্ডি। শ্রী রেড্ডি বক্তব্যে সারা ভারতের গ্রামীণ ব্যাংকের বর্তমান চিত্র তুলে ধরেন। উনি দৈনিক হাজিরা কর্মীদের নিয়মিতকরণের জোরালো দাবী রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান বলেন ব্যাংকের লাভ বাড়াতে হবে সঙ্গে সঙ্গে গ্রাহক পরিষেবাও উন্নত করতে হবে। দৈনিক হাজিরা কর্মীদের উন্নতিকল্পে উনি খুব আন্তরিক বলেও বক্তব্যে উল্লেখ করেন। বক্তব্য রাখেন ন্যাশনাল কনফেডারেশন অফ ব্যাংক এমপ্লয়িজ এর ত্রিপুরা ইউনিটের সাধারন সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য্য। ব্যাংকের জেনারেল ম্যানেজার সন্তোষ কুমার রাউত উভয় সংগঠনের বাস্তবসম্মন্ত দাবীর ভুয়সী প্রশংশা করেন।

উনি বলেন অনেক সময় সব দাবী পূরণ করতে পারেন না কিন্ত আন্তরিক ভাবে দাবী দাওয়া পূরণের চেষ্টা করেন। ব্যাংককে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি উভয় সংগঠনের সহযোগিতা কামনা করেন। জয়েন্ট একশন ফোরামের পক্ষে বিজন ধর প্রকাশ্য অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন। প্রকাশ্য অধিবেশনের পরে শুরু হয় ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতির প্রতিনিধি সম্মেলন।

প্রতিনিধি সম্মেলনের প্রধান বক্তা ন্যাশনাল ফেডারেশন অব আর, আর, বি এমপ্লয়িজ – এর সাধারণ সম্পাদক শিব করণ দ্বিবেদী। শ্রী দ্বিবেদী জোরালোভাবে আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলির সর্বভারতীয় রূপদানের উপর গুরুত্ব আরোপ করে কেন্দ্রীয় সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেন। উনার বক্তব্যেও দৈনিক হাজিরা কর্মীদের নিয়মিত করার উপর গুরুত্ব আরোপ করে চেয়ারম্যান ও ব্যাংক ম্যানেজমেন্টের দৃষ্টি আকর্ষন করেন। সম্মেলনে আজ ৪৫৭ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সুচারুভাবে পরিচালনা বিকাশ দেবনাথ মহোদয়।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service