আগামী তিন বছরের মধ্যে দেশজুড়ে স্মার্ট প্রিপেড মিটার চালু করার ঘোষণা করলে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ বাজেট ২০২০ পেশ করার সময় অর্থমন্ত্রী জানান ৩ বছরের মধ্যে প্রতিটি বাড়িতে প্রি পেড স্মার্ট মিটার নিয়ে আসার লক্ষ রয়েছে ৷ এতে গ্রাহক কার থেকে বিদ্যুৎ কিনবেন তা বেছে নিতে পারবেন ৷এর জন্য বাজেটে ২২ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷
অর্থমন্ত্রী বাজেট ঘোষণায় জানিয়েছেন,‘আগামী তিনবছরে সমস্ত গ্রাহকদের জন্য স্মার্ট প্রিপেড মিটার, বিদ্যুৎ প্রদানকারী সংস্থা বেছে নেওয়ার সুবিধা পাবেন গ্রাহকরা ৷ এর জন্য বরাদ্দ করা হয়েছে ২২০০০ কোটি টাকা ৷’সরকারের এই পদক্ষেপের জেরে বিদ্যুৎ চুরির ঘটনা অনেকটাই আটকানো যাবে বলে মনে করা হচ্ছে ৷
আরো বিভিন্ন ঘোষণার মধ্যে রয়েছে,
১২ টি রোগ নির্মূল করতে মিশন ইন্দ্রধনুষের ঘোষণা অর্থমন্ত্রীর ৷স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জলজীবন প্রকল্প, স্বচ্ছ ভারত মিশনেও জোর ৷
আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় পিপিপি মডেলে হাসপাতাল তৈরির ঘোষণা নির্মলা সীতারমনের ৷ ১১২ জেলায় তৈরি হবে নতুন হাসপাতাল ৷
শিক্ষাক্ষেত্রে বিদেশি বিনিয়োগের জন্য শীঘ্রই নতুন শিক্ষানীতি তৈরির ঘোষণা ৷
ব্যাঙ্কঅ্যাকাউন্ট হোল্ডারদের অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য ডিপোজিট ইনস্যুরেন্স ১ লক্ষ টাকা ছিল ৷ অর্থমন্ত্রী এদিন বাজেটে জানান এর সীমা ১ লক্ষ থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে ৷
DICGC অথার্ৎ ডিপোজিট ইনস্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারেন্টি কর্পোরেশনের তরফে জারি নতুন নিয়ম অনুযায়ী, গ্রাহকদের ৫ লক্ষ টাকার সুরক্ষার গ্যারেন্টি দেওয়া হবে ৷ এ
কোন জিনিসের দাম কমল এবং কোন জিনিসের দাম বাড়ল। দেখে নিন এক নজরে ।
বাজেটে মধ্যবিত্তের জন্য বিপুল করছাড়ের ঘোষণা অর্থমন্ত্রীর। বার্ষিক ৫-৭।৫ লক্ষ টাকা আয়ে কর ১০%বার্ষিক ৭।৫-১০ লক্ষ টাকা আয়ে কর ১৫%বার্ষিক ১০-১২।৫ লক্ষ টাকা আয়ে কর ২০%বার্ষিক ১২।৫-১৫ লক্ষ টাকা আয়ে কর ২৫%বার্ষিক ১৫ লক্ষ টাকার উপর আয়ে কর ৩০% এই বাজেটে দাম বেড়েছে সিগারেটের, এই বাজেটে স্টিল, তামা ও চিনামাটির বাসনপত্রের দাম বাড়াল । গাড়ির পার্টসের দাম বাড়ল । এই বাজেটে টোনড দুধের দাম কমল । আমদানিকৃত আসবাবপত্রের দাম বাড়ছে । এই বাজেটে জুতোর দাম বাড়ল । এই বাজেটে ফ্যানের দাম বাড়ল।
চিকিৎসা ক্ষেত্রে ব্যবহারের যন্ত্রপাতির দাম বাড়ল । রসায়নিক দব্রের দাম বাড়ল এই বাজেটে ।এই বাজেটে চিনির দাম কমল । এই বাজেটে দাম কমল সোয়া প্রোটিন ও সোয়া ফাইবার যুক্ত খাবারের । কিছু কোম্পানির মদের দাম কমল এই বাজেটে । দাম কমল টুনা মাছের । প্রানিজ দব্যের দাম কমল এই বাজেটে । ফিউজ, রসায়ন, প্লাস্টিকের দাম কমল ।
Leave feedback about this