জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- কংগ্রেস ছাড়ার পরই সুস্মিতা দেবের তৃণমূল কংগ্রেসে যোগ নিয়ে জল্পনা বাড়ছিল। প্রসঙ্গত, ত্রিপুরার পাশাপাশি অসমেও মাটি শক্ত করতে চাইছে তৃণমূল। সেক্ষেত্রে সুস্মিতা দেবকে মুখ হিসেবে ব্যবহার করতে পারে এ রাজ্যের শাসকদল। সুস্মিতা দেবের মতো একজন নেতৃত্ব দল ছাড়ায় স্বভাবতই অবাক কংগ্রেসের বহু নেতা। শেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সুস্মিতা দেব। ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরই সবুজ বিগ্রেডে যোগ দিলেন শিলচরের নেত্রী। তারপরেই নবান্ন গেলেন তিনি। তৃণমূলের উত্তরীয় গলায় পরেই অভিষেকের সঙ্গে নবান্নে গেলেন সুস্মিতা। এর থেকেই স্পষ্ট সবুজ শিবিরে নাম লেখালেন তিনি।
দেশ
কংগ্রেস ছেড়ে সবুজ শিবিরে নাম লেখালেন সুস্মিতা দেব
- by janatar kalam
- 2021-08-16
- 0 Comments
- Less than a minute
- 4 years ago




Leave feedback about this