জনতার কলম ওয়েব ডেস্কঃ- আগামীকাল দিল্লি থেকে ফিরে আগরতলা আসবে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যে এসে প্রথমে ত্রিপুরেশ্বরী মন্দির পুজো দেবেন। তারপর আগরতলায় বেসরকারি একটি হোটেল পলো টাওয়ার্সে সাংবাদিক সম্মেলন করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেননা সামনেই বিধানসভা ভোট। ত্রিপুরা জয়ে লক্ষ্যে সাংগঠনিক ঘুঁটি সাজাতে শুরু করেছে তৃণমূল। আার এই ঘটি আরও মজবুত করার লক্ষ্যে অক্সিজেন দিয়ে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনটাই মনে করা হচ্ছে রাজনৈতিক মহলে এর আগে আগরতলায় গিয়ে হোটেলে ‘বন্দি’ পেশাদার সংস্থার অ্যাইপ্য়াক সদস্যরা। বিপর্যয় মোকাবিলায় আইনে মামলা দায়ের করে তাঁদের তলবও করে পুলিস। যদিও আগাম জামিন পেয়ে গিয়েছেন তাঁরা। তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন জানিয়েছিলেন, শুক্রবার দিল্লি থেকে দু’দিনের সফরে আগরতলায় যাবেন অভিষেক। শেষপর্যন্ত সেই পরিকল্পনা বাতিল হয়ে যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে কলকাতায় ফিরে আসেন তিনি। আগামীকাল দুপুরে সাড়ে ৩টের সময়ে সাংবাদিক সম্মেলন করবেন আগরতলার পোলো টাওয়ার্স হোটেলে এবং সন্ধে বিমানে কলকাতায় ফিরবেন অভিষেক বন্দোপাধ্যায় বলে জানা যায়।
দেশ
ত্রিপুরার জয়ের হুংকার অভিষেক বন্দ্যোপাধ্যায় এর
- by janatar kalam
- 2021-08-01
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this