জনতার কলম ,ওয়েবডেস্ক ,নয়াদিল্লি: সব দেশেই প্রচেষ্টা চলছে নিরন্তর। ইতিমধ্যেই হিউম্যান ট্রায়ালও শুরু হয়ে গিয়েছে ভারতে। ভারত বায়োটেকের ‘কো-ভ্যাক্সিন’-এর পাশাপাশি, আরও একাধিক সংস্থা এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারতের মোট ৭টি সংস্থা রয়েছে এই ভ্যাক্সিনের দৌড়ে। দেশীয়ভাবে তৈরি করোনা ভ্যাকসিনের হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়ালে অনুমোদন দিয়েছে এআইআইএমএস এথিক্স কমিটি। সংস্থার মধ্যে রয়েছে -ভারত বায়োটেক, সিরাম ইনস্টিটিউট, জাইডাস ক্যাডিলা, পানাসিয়া বায়োটেক, ইন্ডিয়ান ইমিউনোলজিক্যালস, মাইনভ্যাক্স, বায়োলজিক্যাল ই। ভাফরত বায়োটেকের হিউম্যান ট্রায়াল শুরু হয়েছে ইতিমধ্যেই। সিরাম ইনস্টিটিউট বছর শেষেই ভ্যাক্সিন আসবে বলে জানিয়েছে। বর্তমানে এরা অক্সফোর্ডের সঙ্গে কাজ করছে। অনুমোদনের পরেই কোভ্যাক্সিনের (Covaxin)-এর ট্রায়ালের জন্য নাম নেওয়া শুরু হবে সোমবার থেকেই। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের তরফে কোভ্যাক্সিনের ফেজ-১ এবং ফেজ-২ এর হিউম্যান ট্রায়ালের জন্য যে ১২টি জায়গা সিলেক্ট করা হয়েছে দিল্লির এইআইআইএমএস তাঁদের মধ্যে অন্যতম। প্রথমধাপে, ৩৭৫ জনের উপর এই ট্রায়াল করা হবে এবং তাঁদের মধ্যে ১০০ জনকে হাসপাতাল থেকেই নেওয়া হবে। এআইআইএমএসের সেন্টার ফর কমিউনিটি মেডিসিনের প্রফেসর জানিয়েছেন, “এআইআইএমএস এথিক্স কমিটি কোভ্যাক্সিনের হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়ালে অনুমোদন দিয়েছে। যারা একদম সুস্থ আছেন এবং কোভিড হিস্ট্রি নেই এই বৈশিষ্ট্যসম্পন্ন ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে ব্যাক্তিরা ট্রায়ালে অংশগ্রহণ করতে পারবেন”।
দেশ
ভারতের ৭টি সংস্থা করোনার ভ্যাক্সিন তৈরির দৌড়ে আছে
- by janatar kalam
- 2020-07-20
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this