2024-12-22
Ramnagar, Agartala,Tripura
দেশ

ভারতকে বিপাকে ফেলার চেষ্টায় চিন, নেপালের পর এবার ঢাকার সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার চেষ্টায় বেজিং

জনতার কলম ওয়েব ডেস্ক ,নয়াদিল্লি: ভারতের সঙ্গে বিবাদ জিইয়ে রাখতে বাংলাদেশকে ব্যবহার করার নয়া কৌশল নিয়েছে চিন। করোনা মোকাবিলায় চিকিৎসা সরঞ্জাম পাঠানো থেকে শুরু করে বাংলাদেশ থেকে চিনে রফতানি করা পণ্যে ৯৭ শতাংশ শুল্ক মুক্ত করেছে চিন। এমনকী করোনার টিকা আবিষ্কার হলে তা দ্রুত বাংলাদেশে পাঠানোরও আশ্বাস দিয়েছে চিন। তবে বেজিংয়ের পদক্ষেপে নজর রয়েছে দিল্লির। এই আবহেই সেপ্টেম্বরে বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত করে পাঠানো হচ্ছে দুঁদে কুটনীতিবিদ বিক্রম ডরাইস্বামীকে।নেপালকে ক্রমাগত ভারত-বিরোধী কার্যকলাপে মদত জুগিয়ে চলেছে চিন। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে পকেটে পুরে ফেলতে অনেকটাই সক্ষম হয়েছে জিংপিং প্রশাসন। অবশ্য চিন-সখ্যের জেরে ইতিমধ্যেই তার খেসারতও দিতে হচ্ছে নেপালের প্রধানমন্ত্রীকে। এরই মধ্যে বাংলাদেশের সঙ্গেও সখ্যতা বাড়িয়ে চলেছে চিন। জিংপিং প্রশাসনের সেই চেষ্টায় সাড়া মিলেছে হাসিনা সরকারের তরফেও। ফলে এবার পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমেছে মোদী সরকারও। আগামী সেপ্টেম্বরেই বর্তমানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত রিভা গঙ্গোপাধ্যায় দাস বিদেশমন্ত্রকের সচিব (পূর্ব) হয়ে দিল্লিতে ফিরবেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service