2024-12-20
Ramnagar, Agartala,Tripura
দেশ

বিকেলের মধ্যেই গুজরাট উপকূলে আছড়ে পড়বে সুপার সাইক্লোন ‘বিপর্যয়’

জনতার কলম ওয়েবডেস্ক :- আজ বৃহস্পতিবার বিকেলের মধ্যেই গুজরাট উপকূলে আছড়ে পড়বে সুপার সাইক্লোন ‘বিপর্যয়’ । ইতিমধ্যে উপকূলবর্তীয় এলাকাগুলি থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নিয়ে গিয়েছেন উদ্ধারকারীরা। স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন উঠছে, কী পরিস্থিতি গুজরাটের?এই বিষয়ে এনডিআরএফ -এর সহকারী কমান্ড্যান্ট নিখিল মুধলকার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ‘বাতাসের গতিবেগ এখন ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার। আমরা উপকূলীয় এলাকা এবং নিচু এলাকা পর্যালোচনা করেছি এবং সেখানে বাহিনী মোতায়েন করা হয়েছে। আমরা রাজ্যবাসীকে ঘরে থাকার এবং সরকারের জারি করা নির্দেশিকা মেনে চলার আবেদন জানাচ্ছি।’

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service