জনতার কলম ওয়েবডেস্ক :- আজ বৃহস্পতিবার বিকেলের মধ্যেই গুজরাট উপকূলে আছড়ে পড়বে সুপার সাইক্লোন ‘বিপর্যয়’ । ইতিমধ্যে উপকূলবর্তীয় এলাকাগুলি থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নিয়ে গিয়েছেন উদ্ধারকারীরা। স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন উঠছে, কী পরিস্থিতি গুজরাটের?এই বিষয়ে এনডিআরএফ -এর সহকারী কমান্ড্যান্ট নিখিল মুধলকার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ‘বাতাসের গতিবেগ এখন ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার। আমরা উপকূলীয় এলাকা এবং নিচু এলাকা পর্যালোচনা করেছি এবং সেখানে বাহিনী মোতায়েন করা হয়েছে। আমরা রাজ্যবাসীকে ঘরে থাকার এবং সরকারের জারি করা নির্দেশিকা মেনে চলার আবেদন জানাচ্ছি।’