জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজস্থান থেকে ফের একবার কংগ্রেসকে একের পর এক ইস্যু টেনে নিশানা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বুধবার মাউন্ট আবুতে প্রধানমন্ত্রী বলেন, “কর্ণাটকের হাক্কিপিক্কি উপজাতির কিছু সদস্য যখন সুদানে আটকে পড়েছিলেন এবং বিজেপি সরকার তাদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল, তখন কংগ্রেস নির্বাচনের কথা মাথায় রেখে সুদানের বিষয়টি নিয়ে হট্টগোল শুরু করে।সেইসঙ্গে সুদানে হাক্কিপিক্কি উপজাতিদের চিহ্নিত করে তাঁদের ঝুঁকির মুখে ঠেলে দিয়েছিল কংগ্রেস। আমাদের লক্ষ্য ছিল আটকে পড়া মানুষদের চুপচাপ উদ্ধার করে নিয়ে আসা। কংগ্রেস ভেবেছিল এগুলি করলে তাঁরা নির্বাচনী লাভ পাবেন। কিন্তু কংগ্রেস ভুলে গেছে যে মোদী প্রত্যেক ভারতীয়ের নিরাপত্তার জন্য যে কোনও সীমা অতিক্রম করতে পারেন।
দেশ
প্রত্যেক ভারতীয়ের নিরাপত্তার জন্য যে কোনও সীমা অতিক্রম করতে পারি : প্রধানমন্ত্রী
- by janatar kalam
- 2023-05-10
- 0 Comments
- Less than a minute
- 3 years ago




Leave feedback about this