2024-12-22
Ramnagar, Agartala,Tripura
দেশ

BREAKING: বাংলায় ৩১ জুলাই পর্যন্ত লকডাউনের ঘোষণা মমতা সরকারের

কলকাতা: ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হচ্ছে লকডাউন। মূলত কনটেনমেন্ট জোনে এই লকডাউন জারি থাকবে। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে নিয়মের শিথিলতাও থাকবে। সংক্রমণের হার ক্রমশ বেড়েই চলেছে গোটা দেশে। বাংলাও ব্যতিক্রম নয়। রাজ্যের একাধিক জায়গায় কনটেনমেন্ট জোনের সংখ্যা বাড়ছে। তাই লকডাউন আরও বাড়ানোর সিদ্ধান্ত নিল মমতা সরকার। মঙ্গলবারের হিসেব অনুযায়ী, বাংলায় মোট আক্রান্তের সংখ্যা ১৪,৭২৮ জন৷ মঙ্গলবার, রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৫৩১ জন৷ ফলে এই পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯২১৮ জন ৷ যা শতাংশের হিসেবে ৬২.৫৮ শতাংশ ৷

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service