2024-12-22
Ramnagar, Agartala,Tripura
দেশ

সাংসদপদ খারিজ করা বা কারাদণ্ডের নির্দেশকে ভয় পাই না : রাহুল

জনতার কলম ওয়েবডেস্ক :-সাংসদপদ খারিজ হওয়ার পর বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ফের সুর চড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। শনিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দেন সনিয়া-পুত্র। আদানির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কীসের সম্পর্ক তা নিয়ে প্রশ্ন তোলেন রাহুল।পাশাপাশি আদানির সংস্থায় কে ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে তা নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা।সাংসদপদ থেকে খারিজ হওয়ার পরদিন শনিবার দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে সাংবাদিক বৈঠক করেন রাহুল গান্ধি। সেখানে তিনি একের পর এক প্রশ্নবাণে বিদ্ধ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তাঁকে ভয় দেখিয়ে রোখা যাবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন ওয়ানাডের প্রাক্তন সাংসদ। লড়াই চালিয়ে যাওয়ার পাশাপাশি ‘ফের প্রশ্ন করব’ বলে মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, ‘একটি সাধারণ প্রশ্ন থেকে প্রধানমন্ত্রীকে রক্ষা করার জন্য এই গোটা নাটকটি পরিকল্পনা করে করা হয়েছে। আদানির শেল কোম্পানিতে ২০ হাজার কোটি টাকা কে বিনিয়োগ করেছে? আমি এই ধরণের হুমকি, সাংসদপদ খারিজ করা বা কারাদণ্ডের নির্দেশকে ভয় পাই না।’ তিনি আরও বলেন, ‘আমি প্রশ্ন করতে থাকব এবং ভারতে গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যাব।’উল্লেখ্য এর আগে সংসদে বিজেপি সাংসদরা সংসদে অচলাবস্থা তৈরি করেছিল রাহুলের ক্ষমা চাওয়ার দাবিতে। তাঁদের অভিযোগ ছিল কংগ্রেস নেতা বিদেশের মাটিতে দাঁড়িয়ে দেশকে অপমান করেছেন। এমনকি বিদেশি শক্তির কাছ থেকে রাহুল সাহায্য নিয়েছে বলে অভিযোগ করেছিলেন গেরুয়া শিবিরের সাংসদরা। এই বিষয়ে রাহুল গান্ধি বলেন, ‘আমার সম্পর্কে মন্ত্রীরা পার্লামেন্টে মিথ্যে কথা বলেছেন। আমি নাকি বিদেশি শক্তির থেকে সাহায্য নিয়েছি। আমি এ ধরনের কোনও কাজ করিনি। স্পিকারকে বলেছি, সংসদে কোনও সদস্য অন্য সদস্যের বিরুদ্ধে অভিযোগ তুললে সেই অভিযুক্ত সদস্যের জবাব দেওয়ার অধিকার রয়েছে। কিন্তু একাধিক চিঠি লেখার পরও কোনও জবাব পাইনি।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service