2024-12-22
Ramnagar, Agartala,Tripura
দেশ

বেলাগাভি থেকে দলের নির্বাচনী প্রচারাভিযানের সূচনা করবেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিজেপিকে টক্কর দিতে এবার কর্নাটকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করে দিচ্ছে কংগ্রেস। আজ সোমবারই বেলাগাভি থেকে দলের নির্বাচনী প্রচারাভিযানের সূচনা করবেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি।কর্নাটক প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার জানিয়েছেন, বেলাগাভিতে ‘যুব ক্রান্তি’ সমাবেশে যোগ দেবেন রাহুল। ওই সমাবেশ থেকেই দলের পক্ষ থেকে ভোটারদের কাছে চতুর্থ প্রতিশ্রুতি ঘোষণা করবেন। উল্লেখ্য বিধানসভা ভোটে জিতে রাজ্যে সরকার গড়ার জন্য ভোটারদের পাঁচ প্রতিশ্রুতি দিচ্ছে শতাব্দী প্রাচীন দল। ইতিমধ্যেই তিনটি প্রতিশ্রুতি ঘোষণা করা হয়েছে। সরকার গঠন করলে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যু‍ত্‍ বিনামূল্যে দেওয়ার পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারের আদলে মহিলাদের প্রতি মাসে ২ হাজার টাকা বিশেষ ভাতা ও বিপিএল তালিকাভুক্তদের মাসে বিনামূল্যে ১০ কেজি করে চাল দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আজ সোমবারের সভা থেকে রাহুল নতুন কী প্রতিশ্রুতি দেন, সবার নজর সেই দিকে।গত বছর কর্নাটকে রাহুলের ভারত জোড়ো যাত্রা ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে অনেকটাই উজ্জীবিত রাজ্য কংগ্রেস নেতৃত্ব। ফের সরকার গঠনের স্বপ্ন দেখতে শুরু করেছেন তাঁরা। পালাবদলের ইঙ্গিত পাওয়ার পরে বিজেপি থেকে কংগ্রেসে যোগ দেওয়ার হিড়িকও পড়ে গিয়েছে। রাহুল গান্ধিকে প্রধান সেনাপতি করেই দাক্ষিণাত্যের রাজ্যে ক্ষমতা দখলের জন্য কোমর কষে ঝাঁপাচ্ছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service