জনতার কলম ওয়েবডেস্ক :- হীরাবেন মোদি মৃত্যুর খবরে ব্যথিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ব্যথিত তাঁর স্ত্রী জিলও। মার্কিন প্রেসিডেন্ট টুইট করে প্রধানমন্ত্রী মোদির প্রতি সমবেদনা জানিয়েছেন। বাইডেন লিখেছেন-জিল এবং আমি অন্তর থেকে হার্দিক সমবেদনা জ্ঞাপন করছি।এই কঠিন সময়ে আপনার এবং আপনার পরিবারের পাশে আছি। আশা রাখি, আপনি দ্রুত এই শোক কাটিয়ে উঠবেন। ফিরবেন দৈনন্দিন কাজে আগের মতো।
হীরাবেন মোদির মৃত্যুর খবরে সীমান্তের ওপার থেকেও এসেছে সমবেদনা। সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। নিজের টুইটার হ্যান্ডেলে টুইট করে নওয়াজ লিখেছেন, মায়ের মৃত্যু প্রত্যেকের জীবনের এক অপূরণীয় শূন্যতা তৈরি করে। মায়ের বিকল্প কোনও কিছু হতে পারে না। হীরাবেন মোদির মৃত্যুর খবরে আমি শোকাহত। প্রধানমন্ত্রী মোদি এবং তাঁর পরিবারের প্রতি রইল সমবেদনা।সমবেদনা জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম সোলিও। নিজের টুইটার হ্যান্ডেলে টুইট করে লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মায়ের মৃত্যু সংবাদে আমি ব্যথিত। এই শোকের পরিবেশে প্রধানমন্ত্রী মোদি এবং তাঁর পরিবারের প্রতি জানাই সমবেদনা। শোক প্রকাশ করেছেন জাপ প্রধানমন্ত্রী ফুমিও কিসিদা। নরেন্দ্র মোদিকে পাঠানো শোকবার্তায় জাপ-প্রধানমন্ত্রী লিখেছেন, প্রধানমন্ত্রীর মায়ের মৃত্যুর খবর পেয়েছি। ওনার প্রতি জানাই আমার বিনম্র শ্রদ্ধা। হীরাবেনের আত্মার শান্তি কামনা করি।
কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতার মধ্যে ছিলেন হীরাবেন। ভর্তি হয়েছিলেন হাসপাতালে। হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছিল, হীরাবেন সুস্থ হয়ে উঠছেন। সেই চিত্র এক লহমায় বদলে যায়।
Leave feedback about this