2024-11-16
agartala,tripura
দেশ

ভয়াবহ ধস নেমেছে উত্তরাখণ্ডে আটকে পড়েছে শত শত পর্যটক

উত্তরাখণ্ডের যমুনোত্রী রোডে ধস নেমেছে বড় ধরনের। ধসের কারণে আটকে এ রাজ্যের বাসিন্দা-সহ শত শত পর্যটক| যুদ্ধকালীন তৎপরতায় আটকে পড়া যাত্রীদের উদ্ধার কাজ শুরু করেছে উত্তরাখন্ড পুলিশের SDRF দল| জানা গিয়েছে, পায়ে হেঁটেই পাহাড় থেকে নামানো হচ্ছে পর্যটকদের। অন্যদিকে, এক ট্রেকারের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সংবাদসংস্থা সূত্রে খবর, উত্তরকাশী থেকে ট্রেকিংয়ের সময় চিটকুলের অদূরে একটি জায়গায় ধসের জেরে আটকে পড়েন একাধিক ট্রেকার। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। একজন গুরুতর আহত। সেখানে আরও কয়েকজন রয়েছেন। কাউকেই এখনও খুঁজে পাওয়া যায়নি। খিমলোগা পাস দিয়ে উত্তরকাশী থেকে চিটকুলের দিকে যাচ্ছিলেন তাঁরা। খিমলোগা পাসের কাছে একজন ধসের জেরে পাহাড় থেকে পড়ে যান। আরেকজনের হাতে গুরুতর চোট লেগেছে। কিন্নুর থেকে উদ্ধারকারী দল সেখানে গিয়ে ট্রেকার ও পোর্টারদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। কিন্নুরের জেলাশাসক এই খবর নিশ্চিত করেছেন। সেখানে আইটিবিপি, হোমগার্ড ও পুলিশের বিশেষ দল পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। গোটা হিমাচল প্রদেশেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে এবং আগামী কয়েকদিন এমনই আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। আগামী দু’দিন সিমলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কয়েকদিন আগেই প্রবল বর্ষণে দেরাদুনের সারখেত গ্রামে হড়পা বান এসেছিল। আটকে পড়েন গ্রামবাসীরা। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সাহায্যে তাঁদের উদ্ধার করা হয়। দেরাদুনে তামাসা নদীর জল বাড়ায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। কাংড়ায় জলের তোড়ে ভেঙে পড়ে চাক্কি রেলসেতু।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service