2024-11-16
agartala,tripura
দেশ

বিকাশ ভারত গড়ে তুলতে গেলে জলের নিরাপত্তা আগে শুনিশ্চিত করতে হবে : প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- দেশকে উন্নত করতে হলে জলের সমস্যার সমাধান করতেই হবে। গোয়া সরকারের একটি অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সর মাধ্যমে ভাষণ দিতে গিয়ে এই কথা জানান। তিনি আরো বলেন জলের নিরাপত্তা একটি জলন্ত সমস্যা সারা বিশ্বের কাছে। ভারত সরকারের প্রয়সে গত তিন বছরে পাইপলাইনের মাধ্যমে ৭কোটি বাড়িতে জলের কানেক্শন পৌঁছে দেওয়া হয়েছে। একই সাথে তিনি জানান এই পর্যন্ত এ প্রকল্পে প্রায় ১০কোটি বাড়িতে জলের কানেক্শন পৌঁছে দেওয়া হয়েছে।
বিকাশ ভারত গড়ে তুলতে গেলে জলের নিরাপত্তা আগে শুনিশ্চিত করতে হবে বলে জানান এদিন প্রধানমন্ত্রী।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service