জনতার কলম ওয়েবডেস্ক :- শনিবার উত্তর প্রদেশের জালাউন জেলার ওরাই তেহসিলের অন্তর্গত কাইথেরি গ্রাম থেকে বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ২৯৬ কিলোমিটার বিস্তৃত চার লেনের এই এক্সপ্রেসওয়েটি উত্তর প্রদেশ এক্সপ্রেসওয়েজ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি-র তত্ত্বাবধানে প্রায় ১৪ হাজার ৮৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে, পরবর্তীতে এই এক্সপ্রেসওয়ে ছয় লেন পর্যন্ত প্রসারিত করা যেতে পারে।
এই এক্সপ্রেসওয়েটি চিত্রকূট জেলার ভরতকূপের কাছে গোন্ডা গ্রামে ৩৫ নম্বর জাতীয় সড়ক থেকে এটাওয়া জেলার কুদ্রাইল গ্রামের কাছে প্রসারিত, যেখানে এটি আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের সঙ্গে মিলিত হয়েছে। এক্সপ্রেসওয়েতে যে সাতটি জেলার মধ্য দিয়ে গিয়েছে, সেই জেলাগুলি হল-চিত্রকূট, বান্দা, মাহোবা, হামিরপুর, জালাউন, আউরাইয়া এবং এটাওয়াহ। এই অঞ্চলে যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি, অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধটিতে এই বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
দেশ
১৬ জুলাই উত্তর প্রদেশের বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
- by janatar kalam
- 2022-07-14
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this