জনতার কলম প্রতিনিধিঃ-কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালের স্বাস্থ্য সাথী কার্ডের বকেয়া পাওনা প্রায় দেড় কোটি টাকা। স্বাস্থ্য ভবন থেকে টাকা না পেয়ে পরিষেবা প্রায় বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় রাজ্যের একমাত্র হার্টের হাসপাতাল। কল্যাণী মেমোরিয়াল হাসপাতাল রাজ্যের একমাত্র সরকারি হার্টের হাসপাতাল। নদিয়া জেলা সহ রাজ্যের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষ হার্টের চিকিৎসার জন্য এই হাসপাতালে আসেন। হাসপাতালে স্বাস্থ্য সাথী কার্ডের প্রায় দেড় কোটি টাকার বেশি বকেয়া রয়েছে বলে জানা গেছে। এর ফলে স্বাস্থ্য পরিষেবায় ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছে গান্ধী মেমোরিয়াল হাসপাতাল এমনটাই জানা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ফান্ডের অভাবে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। পিপিপি মডেলে হাসপাতালে সঙ্গেই ওষুধ সহ বিভিন্ন মেডিকেল ইকুইপমেন্ট সরবরাহকারী যারা রয়েছে তাদেরও প্রচুর টাকা বাকি রয়েছে বলে জানা গেছে। এমনকি ওষুধ সরবরাহকারী ভেন্ডার প্রায় ৮০ লক্ষ টাকা পায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এমনটাই জানা গেছে।
দেশ
স্বাস্থ্য সাথী কার্ডের বকেয়া পাওনা প্রায় দেড় কোটি টাকা
- by janatar kalam
- 2022-06-08
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this