জনতার কলম প্রতিনিধিঃ- জানা যায় গোজাডাঙ্গা সীমান্তে ডিউটিতে ছিলেন বিএসএফের ১৫৩ নম্বর ব্যাটালিয়নের এক মহিলা কনস্টেবল। ডিউটি করছিলেন গোজাডাঙ্গা সেতু থেকে কিছুটা দূরে একটি পার্কিংয়ে। ভোররাতে তিনি কিছুটা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন। সেই সুযোগেই তাঁর কাছে থাকা ইনসাস রাইফেল ও ২০ রাউন্ড গুলি নিয়ে পালায় দুষ্কৃতীরা পুলিস সূত্রে খবর, এদিন ভোরে ঘুম ভাঙতেই কাছে থাকা আগ্নেয়াস্ত্র দেখতে না পেয়ে হইচই শুরু করেন ওই মহিলা কনস্টেবল। খবরটি জানাজানি হতেই বি এসএফের উর্দ্ধতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে আসেন। খবর দেওয়া হয় বসিরহাট থানার পুলিসকে। বিএসএফ এবং পুলিশ সীমান্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি শুরু করে। তবে এখনওপর্যন্ত আগ্নেয়াস্ত্র এবং গুলির কোন খোঁজ মেলেনি। প্রাথমিক তদন্ত পুলিস এবং বি এস এফের কর্তারা মনে করছেন ওই মহিলা কনস্টবলের অসতর্কতার সূযোগ নিয়ে দুষ্কৃতীরা গুলিভর্তি ম্যাগাজিন এবং ইনসাস রাইফেল চুরি করে বাংলাদেশে পালিয়েছে।
দেশ
বিএসএফ কনস্টেবলের ইনসাস রাইফেল ও গুলিভর্তি ম্যাগাজিন নিয়ে পালাল চোর
- by janatar kalam
- 2022-05-10
- 0 Comments
- Less than a minute
- 4 years ago




Leave feedback about this