2024-11-17
agartala,tripura
দেশ

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসে সুখবর পেতে পারেন সরকারি কর্মীরা

জনতার কলম প্রতিনিধিঃ- এবার মার্চ মাসের পর চলতি বছরে আরও একটা চমক অপেক্ষা করছে সরকারি কর্মীদের জন্য । ২০২২ – এ আরও % একবার বাড়তে চলেছে ডিএ বা ডিয়ারনেস অ্যালাউন্স । সম্প্রতি কেন্দ্রীয় সরকার কর্মীদের জন্য ৩ শতাংশ ডিএ বাড়িয়েছে মোদী সরকার । যদি জুলাই মাসে মহার্ঘ ভাতা ফের সংশোধিত হয় , তবে তা আবারও তিন শতাংশ বৃদ্ধি পেতে পারে বলে সূত্রের খবর । সপ্তম বেতন কমিশনের অধীনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বছরে পরপর দুবার বৃদ্ধি পায় । প্রথমে জানুয়ারি থেকে জুন মাসের মধ্য এবং দ্বিতীয়বার জুলাই থেকে ডিসেম্বর মাসের মধ্যে । এআইসিপিআই ইনডেক্স যদি বাড়ে , তবে বাড়ানো হয় ডিএ । আর কমে গেলে ডিএ বাড়ার সম্ভাবনাও কমে যায় । সেই এআইসিপিআই ইনডেক্সের সাম্প্রতিক ছবি বলছে , সরকার জুলাই মাসে ডিএ বাড়াতে পারে । বর্তমানে ৩৪ শতাংশ হারে ডিএ পান কেন্দ্র সরকারি কর্মীরা । যদি জুলাইতে কেন্দ্ৰ আরও ৩ শতাংশ ডিএ বাড়ায় তাহলে তবে তা ৩৭ শতাংশ হয়ে যেতে পারে । এই সিদ্ধান্তের ফলে ৫০ লক্ষেরও বেশি সরকারি কর্মী এবং ৬৫ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন বলে জানাচ্ছে ওয়াকিবহাল মহল ।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service