করোনা পরবর্তী পরিস্থিতিতে চালু হতে যাচ্ছে বিমান পরিষেবা। তখন যাত্রীদের কী কী নিয়ম মেনে চলতে হবে, তার খসড়া প্রকাশ করল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। জারি করা হয়েছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি। মন্ত্রকের নিয়ম অনুযায়ী প্রত্যেক বিমান যাত্রীর মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ থাকতে হবে। এয়ারপোর্টে পৌঁছতে হবে বিমান ছাড়ার কমপক্ষে ২ঘন্টা আগে। আরোগ্য অ্যাপের গ্রিন স্টেটাস, ওয়েব চেক ইন ও শরীরের তাপমাত্রা মাপা। এই সবই হবে করোনা পরবর্তী পরিস্থিতিতে বিমানযাত্রীদের অবশ্য করণীয় কাজ। প্রতিটি অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক উড়ানের আগে শরীরের তাপমাত্রা মাপার দায়িত্ব সংশ্লিষ্ট বিমান সংস্থার বলে জানানো হয়েছে। তাছাড়া এই নিয়মানুবলী শুধু যাত্রীরা নয়, নিয়ম মেনে চলতে হবে বিমান সংস্থার কর্মীদেরও। বিমানবন্দরে ঢোকা ও বেরোনোর মুখগুলিতে যাতে সামাজিক দূরত্ব মেনে চলা হয়, তার ব্যবস্থা করতে হবে বলে জানা যায় এবং গত এক মাস আগে কেউ কোয়ারেন্টাইনে ছিল কীনা, বা কাউকে আইসোলেশনে রাখা হয়েছিল কীনা, তা জানতে হবে। প্রতিটি বিমানবন্দরে আইসোলেশন জোন রাখার পরামর্শ দিয়েছে মন্ত্রক।
janatar kalam Home দেশ করোনার মাঝেই চালু হতে যাচ্ছে অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক বিমান পরিষেবা, থাকছে কিছু নিয়মাবলী
Leave feedback about this