জনতার কলম প্রতিনিধি:- করোনার দরুন স্বস্তির চিহ্ন নেই দেশে বরং উদ্বেগ বাড়াচ্ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। এরই ,মধ্যে দৈনিক সংক্রমণ প্রায় সাড়ে তিন হাজারের কাছাকাছি। গত কয়েকদিনে ধীরে ধীরে শীর্ষে উঠছে কোভিড আক্রান্তের সংখ্যা। প্রথমে দৈনিক আক্রান্তের সংখ্যা হাজারে নেমে গেলেও, সেখান থেকে ফের দু’হাজারের ঘর পার করে এখন সাড়ে তিন হাজার চলছে একদিনের সংক্রমণ। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, মে-জুনে আক্রান্তের সংখ্যা শীর্ষে উঠতে কোভিড সংক্রমণ। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় মোট ৩ হাজার ৩৭৭ জন নতুন করে কোভিড আক্রান্ত হয়েছে। দেশে বর্তমানে মোট সক্রিয় সংক্রমণের সংখ্যা ১৭ হাজার ৮০১। এই ৩ হাজার ৩৭৭ টি নতুন আক্রান্তের মধ্যে, দিল্লি ২৪ ঘন্টায় সর্বাধিক সংখ্যক আক্রান্তের সংখ্যাও রয়েছে।গত ২৪ ঘন্টায় মোট ২ হাজার ৪৯৬ জন কোভিড মুক্ত হয়েছে দেশে। এখনও পর্যন্ত ভারতে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৪ কোটি ২৫ লক্ষ ৩০ হাজার ৬২২ জন। দৈনিক পজিটিভিটি রেট ০.৭১ শতাংশ এবং সাপ্তাহিক পজিটিভিটি রেট ০.৬৩ শতাংশ-এ দাঁড়িয়েছে।
দেশ
থাবা বসিয়েছে করোনার চতুর্থ ঢেউ , দৈনিক আক্রমণ ৩ হাজার পেরিয়েছে দেশে
- by janatar kalam
- 2022-04-29
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this