জনতার কলম প্রতিনিধিঃ- পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস। রবীন্দ্র সরোবর থানার ওসি-র ঘরে ঢুকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিরোধী দলনেতার বিরুদ্ধে। গত বছর রাজ্যে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে জয় পাওয়ার পর থেকে বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকার ও রাজ্যের শাসক দলকে আক্রমণ করে চলেছেন শুভেন্দু। কয়েকদিন আগেই রাজ্যে বিভিন্ন স্কুলে শিক্ষকের শূন্যপদে নিয়োগ না হওয়া নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেন শুভেন্দু। তাঁর অভিযোগ, অস্বচ্ছতার অভিযোগে এসএসসি-র নিয়োগের প্যানেল বাতিল হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধী দলনেতা। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৩ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করেছে মোদি সরকার। মহার্ঘ ভাতা ৩১ শতাংশ থেকে বেড়ে হল ৩৪ শতাংশ। অর্থাৎ, কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা এখন থেকে তাঁদের মূল বেতনের ৩৪ শতাংশ ডিএ পাবেন। তার ফলে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ-র ফারাক আরও বেড়ে হল ৩১ শতাংশ। এই পরিস্থিতিতে বাংলার সরকারি কর্মীরা বঞ্চিত, রীতিমতো অঙ্ক কষে মহার্ঘ ভাতা নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে এই অভিযোগে সরব হন শুভেন্দু। বিজেপি শাসিত বিভিন্ন রাজ্য সরকারের দেওয়া ডিএ-র সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা করে তাঁর ট্যুইট, ‘রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ-এর অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।’
দেশ
শুভেন্দুর বিরুদ্ধে তৃনমূলের অভিযোগ
- by janatar kalam
- 2022-04-06
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this