2024-11-17
agartala,tripura
দেশ

দিল্লির নির্বাচন কমিশন ভোট করলে হারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় – শুভেন্দু অধিকারী

জনতার কলম প্রতিনিধি:- বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাবী ভাষণের মধ্যেই বিক্ষোভ বিজেপি বিধায়কদের। এরপর অধিবেশন চলাকালীন ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। এরপর মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘বিধানসভায় বিরোধী দলনেতার বক্তব্যের মাঝে বাধা দিয়েছে তৃণমূল। কাউন্সিলর খুন থেকে আনিস হত্যার প্রসঙ্গ তুলতে বাধা। মুখ্যমন্ত্রীকে বলেছি, দিল্লির নির্বাচন কমিশন ভোট করলে তিনি হারবেন। বাংলায় পুলিশকে পার্টি ক্যাডারে পরিণত করা হয়েছে। তাহেরপুরের ওসি বদলই তার প্রমাণ। মুখ্যমন্ত্রী বিধানসভায় ব্যক্তিগত আক্রমণ শুরু করেন। সরকারি দল পরিকল্পিত ভাবে বিধানসভায় হট্টগোল করছে। মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ, ক্ষমতা থাকলে শুভেন্দু অধিকারীকে ছুঁয়ে দেখান। প্রতিহিংসার কারণে মুখ্যমন্ত্রী ব্যক্তিগত আক্রমণ করছেন। রাজ্যে আইনের শাসন নেই, শাসকের আইন চলছে।’ বিরোধী দলনেতা আরও বলেন, ‘৫২ জন বিজেপি কর্মী খুন হয়েছেন। সিবিআই ৫৬টি মামলা করেছে। শুধু তলব নয়, গ্রেফতার করতে হবে অভিযুক্তদের। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন বিজেপি আলোচনায় অংশ নিতে চায় না। কিন্তু বিধানসভায় বলতে গেলেই বাধা দেয় তৃণমূল। মুখ্যমন্ত্রী বিরোধীদের কোনও প্রশ্নের উত্তর দেন না। এই মুখ্যমন্ত্রী স্বৈরতন্ত্রে বিশ্বাস করেন। কাশ্মীরে কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ করেছে, এই রাজ্যেও হবে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service