2024-11-17
agartala,tripura
দেশ

দ্য কাশ্মীর ফাইলস ছবি নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী

জনতার কলম প্রতিনিধিঃ-সদ্য মুক্তি পাওয়া ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবি নিয়ে এবার মুখ খুললেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বক্স অফিসে বাজিমাত করে দেওয়া এই ছবি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য এখন চর্চায়। প্রধামন্ত্রী এই ছবি দেখার পর বলেছেন ৯০ দশকের শুরুতে যে ঘটনা উপত্যকায় কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে ঘটে, যেভাবে ভিটেমাটি ছাড়া হতে হয় তাঁদের সে কথা প্রকাশ্যে আসুক অনেকেই চাননি। ছবিটির বিশেষ প্রদর্শনে থাকার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ছবিটি ভাল, সকলের দেখা উচিত। মঙ্গলবার বিজেপি সংসদীয় দলের বৈঠকে তিনি সদ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র, ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখার কথাই বললেন সকলকে। তিনি বলেন, ‘এটি  খুব ভাল একটি ছবি এবং এ ধরনের কাজ আরও হওয়া প্রয়োজন। ” দ্য কাশ্মীর ফাইলস সিনেমা নিয়ে উত্তপ্ত হয়েছে রাজনীতি। ছবিটি বিজেপি শাসিত রাজ্যগুলি কর মুক্ত করে দিয়েছে। বিরোধীগুলি এই ছবির বিরুদ্ধে ঝাণ্ডা চুলেছে । এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, কাশ্মীরের সত্য, যা ছবিতে দেখানো হয়েছে, তা অনেকে আবৃত রাখার চেষ্টা করে গিয়েছেন। এখনও যাঁরা মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কথা বলেন, তাঁরাই আবার এই ছবি প্রদর্শনের বিরোধিতা করেছে। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী দেশভাগ থেকে জরুরি অবস্থা, বিভিন্ন প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, ‘আমার বক্তব্য কোনও ছবি নিয়ে নয় । দিনের পর দিন যেভাবে সত্যকে চাপা দেওয়ার প্রয়াস হয়ে এসেছে, তার বিরোধিতা করছি আমি’। নব্বই দশকের শুরুর কথা। সে সময় জম্মু-কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ ক্রমেই বৃদ্ধির পায়। ভয়াবহ হয়ে ওঠে  উপত্যকার পরিস্থিতি। ক্রমেই হিংসার ভয়ে ভিটেমাটি  ছাড়তে শুরু করে শ’য়ে শ’য়ে কাশ্মীরি পণ্ডিতরা। রাতারাতি ঘরবাড়ি ছেড়ে দেশের বিভিন্ন প্রান্তের শরণার্থী হয়ে দিন কাটাতে শুরু করতে হয় তাঁদের। সেই ভয়ঙ্কর দুর্দশার কাহিনিই বলেছে বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’। এই ছবি ইতিমধ্যেই বক্সঅফিসে সাড়া ফেলে দিয়েছে। মুক্তির চার দিনের মধ্যেই ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর বক্স অফিস কালেকশন ৪২.২০ কোটি টাকা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service