2024-11-14
agartala,tripura
দেশ

দেশে করোনা গ্রাফে স্বস্তি , শুরু হচ্ছে ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণ

জনতার কলম প্রতিনিধি:- করোনা টিকাকরণে আরও একধাপ এগনোর পথে ভারত। এবার শুরু হতে চলেছে ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণ। বুধবার থেকে এই বয়সীদের টিকাকরণ শুরু করা হচ্ছে বলে জানাল কেন্দ্র। এই বয়সীদের হায়দরাবাদের সংস্থা বায়োলজিক্যাল ইভান্সের তৈরি কর্বিভ্যাক্স টিকা দেওয়া হবে। এর পাশাপাশি ওই দিন থেকেই ৬০ ঊর্ধ্বদের ‘প্রিকওশন ডোজ’ দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। গত মাসেই ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া ১২ থেকে ১৮ বছরের কিশোর-কিশোরীদের জন্য বায়োলজিক্যাল ই লিমিটেডের করোনা টিকা কর্বিভ্যাক্সের চূড়ান্ত ছাড়পত্র দেয়। কর্বিভ্যাক্স টিকা মাংসপেশীর মাধ্যমে শরীরে পৌঁছে দেওয়া হবে এবং ২৮ দিনের মধ্যে টিকার দুটি ডোজ নিতে হবে। দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই এই টিকার স্টোরেজ করা যায়। প্রসঙ্গত, গত কয়েকদিনে দেশের কোভিড-গ্রাফে অনেকটাই স্বস্তি মিলেছে। এই একদিনে মৃত্যুর সংখ্যা নেমেছে তিরিশের নিচে। তিন হাজারের নিচে নেমেছে দৈনিক আক্রান্তের সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫০৩ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ১১৬। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ২৭ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৭। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৫ হাজার ৮৭৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ২৯ লক্ষ ৯৩ হাজার ৪৯৪। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৪ হাজার ৩৭৭ জন। মোট সুস্থতার সংখ্যায় ৪ কোটি ২৪ লক্ষ ৪১ হাজার ৪৪৯। একদিনে পজিটিভিটি রেট ০.৪৭ শতাংশ।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service