2024-11-17
agartala,tripura
দেশ

কোটকাপুরায় সমাবেশে বিজেপিকে আক্রমণ প্রিয়াঙ্কার

জনতার কলম ওয়েব ডেস্ক :- রবিবার তথা আজ পাঞ্জাবে বিধানসভা ভোটের প্রচারে যান প্রিয়ঙ্কা। কোটকাপুরায় সমাবেশ করেন তিনি। সেখানে বিজেপিকে আক্রমণ করে বলেন, গত ৫ বছর ধরে পাঞ্জাবে কংগ্রেস সরকার রয়েছে। কিন্তু, এই সরকারকে পাঞ্জাব থেকে পরিচালিত হওয়া থামিয়ে দেওয়া হয়েছিল। বরঞ্চ দিল্লি থেকে পরিচালিত হচ্ছিল। এই গোপন সমঝোতা এখন জনসমক্ষে চলে এসেছে। আর এই কারণেই চান্নিকে মুখ্যমন্ত্রী করে আনা হয়েছে।তিনি আরো বলেন, RSS থেকে এসেছে আম আদমি পার্টি। দিল্লি শিক্ষা বা স্বাস্থ্য প্রতিষ্ঠানের নামে কিছু নেই দিল্লিতে। রাজনৈতিক দল ও তাদের নেতাদের সম্বন্ধে সত্যিটা জানা প্রয়োজন। তিনি বলেন অমিত শাহের উপস্থিতিতে গেরুয়া শিবিরের সঙ্গে আসন সমঝোতাও হয়ে গেছে পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ এবং তাঁর নয়া দল পাঞ্জাব লোক কংগ্রেসের। আসন্ন বিধানসভা নির্বাচনে সেখানে ৬৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি । পাঞ্জাব লোক কংগ্রেস লড়বে ৩৭টি আসনে। জোটের তৃতীয় শরিক শিরমণি অকালি দল (সংযুক্ত) ১৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।অন্যদিকে শেষমেশ শিকে ছেঁড়েনি নভজ্যোৎ সিংহ সিধুর কপালে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে বর্তমানে সেই দায়িত্ব সামলানো চরণজিৎ সিংহ চন্নির নামই ঘোষণা করা হয়েছে কংগ্রেসের তরফে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service