জনতার কলম প্রতিনিধি:- জানা যায় ২০২২-২৩ অর্থবর্ষের বাজেটে একাধিক বড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ৪০০টি নতুন ‘বন্দে ভারত এক্সপ্রেস’ ট্রেনের ঘোষণা করলেন নির্মলা সীতারমণ। একই সঙ্গে প্রধানমন্ত্রী গতিশক্তি মাস্টার প্ল্যানের আওতায় ১০০টি কার্গো টার্মিনাল নির্মাণের ঘোষণাও করলেন তিনি। তাছাড়া ৭৫ হাজার কিলোমিটার হাইওয়ে, ৪টি জায়গায় লজিস্টিক পার্ক নির্মাণের ঘোষণাও করেন তিনি। এছাড়া নির্মলা সীতারমণ আরও জানান, ন্যাশনাল রোপওয়ে প্রোগ্রামের আওতায় পাহাড়ি অঞ্চলে ৬০ কিলোমিটার রোপওয়ে চলাচলের ব্যবস্থা করা হবে। ‘One Station One Product’ পলিসি লাগু করবে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি সংসদের যৌথ অধিবেশনের ভাষণেই রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ জানান, ভারতীয় রেলকে অত্যাধুনিক করতে সর্বত ভাবে কাজ করছে কেন্দ্রীয় সরকার। গত সাত বছরে ২৪ হাজার কিলোমিটার রেলপথ বিদ্যুৎ সংযোগ হয়েছে। ওয়াকিবহাল মহলের একাংশের আশা, এবারের বাজেটে ৭ হাজার কিলোমিটার রেলপথে বিদ্যুৎ সংযোগের লক্ষ্যমাত্রা নিতে পারে কেন্দ্র। এর জন্য বরাদ্দ হতে পারে প্রায় ১০ হাজার কোটি টাকা।
দেশ
নতুন বাজেটে একাধিক বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের
- by janatar kalam
- 2022-02-01
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this