2024-12-22
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য স্বাস্থ্য

দেশে রাজনীতির নামে যে বিভাজন অপ কৌশল চলছে এর বিপরীতে কমিউনিস্ট পার্টি : জিতেন্দ্র

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বর্তমানে দেশে রাজনীতির নামে যে বিভাজন অপ কৌশল চলছে এর বিপরীতে কমিউনিস্ট পার্টি। রবিবার সিপিএম ডুকলি মহকুমা কমিটির রক্তদান শিবিরে একথা বললেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। সিপিআইএম ডুকলি মহকুমা দপ্তরে হয় মেগা রক্তদান শিবির। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী, সিপিএম নেতা নারায়ণ দেব, স্বপ্না দত্ত সহ দলের অন্যান্য নেতৃত্ব।

এদিনের শিবিরে বহু রক্তদাতা উৎসাহের সাথে রক্তদান করেন। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এক সাক্ষাৎকারে জানান সিপিআইএম দলের বিভিন্ন কর্মসূচির মধ্যে একটা হল রক্তদান শিবির। রাজ্যের বিভিন্ন স্থানে সিপিআইএম কর্মী সমর্থকরা রক্তদান শিবির করে থাকে। এদিন অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখেন এবং রক্তদাতাদের উৎসাহ দেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service