2025-04-27
Ramnagar, Agartala,Tripura
নির্বাচন রাজনৈতিক রাজ্য

দেশের সার্বিক কল্যাণের জন্যই এক দেশ এক নির্বাচন বিধি প্রয়োজন: সাংসদ বিপ্লব কুমার দেব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- কংগ্রেস এবং সিপিএমের কারণেই দেশে পৃথক পৃথকভাবে বিধানসভা এবং লোকসভা নির্বাচন হচ্ছে। সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক দেশ এক নির্বাচন শীর্ষক কনভেনশনে বললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি জানান দেশ এবং দেশবাসীর ভালোর জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উদ্যোগ গ্রহণ করেছেন।

কংগ্রেস এবং সিপিএম নিজেদের স্বার্থের কারণেই বর্তমানে পৃথক পৃথকভাবে বিধানসভা এবং লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ।এর জন্য দায়ী কংগ্রেস পার্টি। কংগ্রেস দল রাজ্যগুলিতে সরকার গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতির শাসন জারি করে করে বিধানসভা নির্বাচন করাতো।

এই কারণেই লোকসভা এবং বিধানসভা বর্তমানে একসাথে হচ্ছে না। সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মজদুর মনিটরিং সেল অনুমোদিত অল ত্রিপুরা আশা ফ্যাসিলিটেটর ও আশা কর্মী অ্যাসোসিয়েশন এবং অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়তা অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক দেশ এক নির্বাচন শীর্ষক একদিনের কনভেনশন করা হয়। এই কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব এই কথা বলেন। অঙ্গনওয়াড়ি কর্মী সহায়তা কর্মী এবং আশা কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর আস্থা রাখুন।

কংগ্রেস এবং সিপিএম অনেক কিছু বলবে। কিন্তু এরা কোন কাজ করবে না। কারণ কিছু করার মত ক্ষমতাই ওদের নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যা করার করবেন ।আমি উনাকে ভালো করে চিনি ।তিনি আরো বলেন ,এক ড্যাশ এক নির্বাচন ব্যবস্থা চালু হলে প্রচুর খরচ কমবে ।সেই টাকা প্রধানমন্ত্রী আপনাদের মত মানুষের জন্যই ব্যয় করবেন। সময়ের অপেক্ষা মাত্র ।প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন ,গাছ লাগিয়ে টাকা আসে না ।যে ব্যবস্থা রয়েছে তার কিছুটা বন্ধ করেই এর ব্যবস্থা করতে হবে।

প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ আরো বলেন, কংগ্রেস এবং সিপিএম নিজের স্বার্থের কারণে বর্তমানে পৃথকভাবে ভোট হচ্ছে ।এই ক্ষেত্রে কমিউনিস্টরাও পিছিয়ে নেই। সিপিএম কংগ্রেসকে সমর্থন জানিয়ে রাম মন্দির এবং বাবরি মসজিদ ইস্যুতে উত্তর প্রদেশ ,রাজস্থান এবং মধ্যপ্রদেশ থেকে বিজেপি সরকারের পতন ঘটিয়েছে। এর ভাগীদারি কমিউনিস্টরা। এবং এর প্রধান উপদেষ্টা ছিলেন স্বর্গীয় জ্যোতি বসু। তিনি বলেন, এটাই কমিউনিস্টদের আসল চেহারা।

এদিন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব জানান ,এক দেশ এক নির্বাচন নতুন কিছু নয়। দেশের স্বাধীনতার পর থেকেই এই ব্যবস্থা চালু ছিল।

কংগ্রেসের পাপের কারণে বিভিন্ন রাজ্য সরকারের বিরুদ্ধে ৩৫৬ ধারা প্রয়োগ করে সরকার ফেলে দেওয়া হতো। এই কারণেই পৃথক পৃথকভাবে লোকসভা এবং বিধানসভা নির্বাচন হচ্ছে। তিনি আরো বলেন ,বিজেপি সমর্থক হওয়ার কারণেই যে এই নীতি তিনি সমর্থন করছেন তা নয়। এতে দেশের লাভ হবে সময় বাঁচবে। উন্নয়নের জন্য বেশি কাজ করা যাবে সর্বোপরি দেশের জনতার লাভ হবে। এই কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক দেশ এক নির্বাচন নিয়ে কাজ করে চলছেন।

এদিনের কনভেনশনে রাজধানী এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর সংখ্যক আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service